কাজঃ বিজনেস কন্টেন্সের মধ্যে ভূল ঠিক করে Technician এর নাম বসাতে হবে। বুঝার সুবিধার্থে ভিডিওটি দেখুন।
বেতনঃ চুক্তি ভিত্তিক কাজ। প্রতি ৫০০ কন্টেন্টেসের জন্য ১০০০ টাকা করে দেওয়া হবে।
সময়ঃ ফ্রিল্যান্সিং তাই যেকোনো সময় করা যাবে তবে কতদিনে কতগুলো করতে পারবেন তা বলে নিবেন। ডেটলাইন থাকা ভালো। সেটাও আপনার সুবিধার দিকে বিবেচনা করে দেওয়া হবে।
বিঃদ্রঃ কাজটি মোবাইল দিয়ে করা গেলোও কম্পিউটার ছাড়া আমরা প্রেফার করছি না। কম্পিউটার এবং ইন্টারনেট না থাকলে যোগাযোগ করবেন না। দক্ষতা দেখে কাজ দেওয়া হবে তাই একটা ইন্টারভিও দিতে হবে। নিন্মের বাটনে যোগাযোগ করে জানান।
আমাদের বেশিরভাগ শীটে ১১ আগষ্ট ২০২৪ কাজ শেষ হয়ে গেছে। কোটা আন্দোলনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় কিছু কাজ মিস হয়ে গেছে। তাই কাজের জন্য কিছু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ১২ আগষ্ট থেকে কাজ সেটাপ শুরু হবে। এজন্য নিজেদের ডেইলি টাক্স ফিল করে রাখুন। কভার কাজ করে যাবেন কিন্তু যেকোনো সময় কভার কাজ বন্ধ হতে পারে। তাই যত কাজ লাগবে তা লিখে রাখুন।
আরো একবার দেশকে স্বাধীন করার জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশাকরি আমাদের নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও ফ্রিল্যানিং সেক্টর উন্নয়নে পরবর্তী সরকার ভূমিকা পালন করবেন। সেই সাথে সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ।
পয়েন্টেসের উপর ভিত্তিতে সকল মেম্বারসকে বোনাস এড করে পেমেন্ট দেওয়া হবে। দেখে নিন কে কেমন বোনাস পাচ্ছেনঃ
আমাদের কাজগুলো আমরা বিভিন্ন বায়ারের থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌছায়। একইভাবে আপনাদের করা কাজগুলো তাদের কাছে জমা দিয়ে, তাদের থেকে পেমেন্ট নিয়ে একটা কমিশন রেখে আপনাদের কাছে সেই অর্থ পেমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। আমাদের বেশিভাগ বায়ার গুলো মাসিক পেমেন্ট করে অর্থাৎ মাসে যেকোনো একটা তারিখের মদ্ধ্যে পেমেন্ট করে। অন্যদিকে কিছু বায়ার সাপ্তাহিক পেমেন্ট করে তাদের রিপোর্ট গুলো জমিয়ে সেগুলো আবার আমরা মাসিক পেমেন্ট করি। এখন পর্যন্ত আমরা সিজন অনুযায়ী পেমেন্ট করি। প্রতি সিজনের একটা অভন্ত্যরিন তারিখ থাকে সেটার উপর ডিপেন্ট করে প্রতি মাসের ৫-৭তারিখের মধ্যে পেমেন্ট করা হয়।
🧩 Season July 2024: এই সিজনের মেইলের ফাইল শুরু হয়েছে ১ জুলাই ২০২৪ এবং শেষ হয়েছে ৩১ জুলাই ২০২৪। রিভিও লাইভ/শো রিপোর্ট করা হয়েছে ১৭ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ মধ্যবর্তী সময়ে।
🧩 Sheets Missing: আমাদের সকল রিপোর্ট বায়ারের উপর ভিত্তিতে করা হয়। তাই কোন শীটে কাজ করা হয়েছে সেটা খুজে পাবেন না। যেমনঃ Unlimited Zone, Touch ইত্যাদি শীট গুলো কোনো বায়ারের অধীনে চলে না তাই এগুলোতে অনেক বায়ারের কাজ থাকে। আর রিপোর্টের সময় সকল বায়ারের অধীনে রিপোর্ট করা হয়। এই শীটের কাজ গুলো আপনারা বায়ারের ফাইল গুলোই পেয়ে যাবেন।
🧩Rate: গত মাসের মতই রেট থাকছে।
🧩Payment: প্রতিবারের মতই এবারো বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকে পেমেন্ট করা হবে। এছাড়া রেগুলার সেন্ড হিসেবে ইসলামি ব্যাংকে পেমেন্ট করা হবে।
কাজের সুবিধার্থে আপনাদের যে সকল জিমেইল দেওয়া হয়েছে, সেগুলো আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন। কোন মেইল কখন ব্যবহার করতে পারবেন তা আপনাদের এডমিন প্যানেল বলে দিবে। কিন্তু কিভাবে ব্যবহার করলে ভালো হবে তার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি।
⚡রেগুলার মেইলঃ আপনাদের অনেক ধরণের জিমেইল দেওয়া হয়ে থাকে। এর মধ্যে সিজন অনুযায়ী যে সকল জিমেইল আপনাদের কাছে দেওয়া হয় সেগুলো হচ্ছে রেগুলা। অর্থাৎ আপনি যদি আগষ্ট মাসের সিজনে কাজ করে থাকেন তবে আগষ্টের মেইল গুলো হবে রেগুলা। আর বাকি সব ইররেগুলার। যদি পরের সিজনের কাজ শুরু হয় তবে, আগষ্ট ইররেগুলার হয়ে যাবে আর সেপ্টেম্বরের ট্যাব/ফাইল রেগুলার হিসেবে থাকবে।
⚡জিমেইল স্লিপিংঃ আমরা জানি একটা জিমেইল দিয়ে কাজ করে সেটি পুনরায় ব্যবহার করতে কিছুদিন অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাকৃত সময়টা জিমেইলের জন্য স্লিপিং পিরিয়ড।
⚡ব্যবহার করার উপদেশঃ আপনারা এমন ভাবে জিমেইলের ফাইল/ট্যাব গুলো ব্যবহার করবেন যেন সেগুলো ধারাবাহিক হয়। অর্থাৎ আজ থেকে ১৫দিন একটা ফাইল ব্যবহার করলে জিমেইলের স্লিপিং পিরিয়ড শেষে কিন্তু আবার ধারাবাহিকভাবে ব্যবহারের সুযোগ পাবেন। আপনাকে আর নোটস করতে হবে না কোন মেইল কখন ব্যবহার করছেন। যেমনঃ 12irregular সব মেইল টানা কয়েকদিন ব্যবহার করে IPv1 এর পর IPv2 ইত্যাদি ব্যবহার করে যাবেন। জিমেইলের স্লিপিং পিরিয়ড শেষে পুনরায় ফাইল গুলো আবার কাজের জন্য প্রস্তুত হবে। আবার ধারাবাহিক কাজের সুযোগ পাবেন।
⚡নির্দেশ মেনে চলাঃ যখন কোনো জিমেইল পুনরায় ব্যবহারের নির্দেশ দেওয়া হবে সেই সাথে আপনাকে বলা হবে জিমেইলের কিছু পরিবর্তন করতে হবে কিনা। যদি পরিবর্তন করতে হয় তবে সেটি করে নিবেন। আর যদি পরিবর্তন না করতে বলা হয় তবে পরিবর্তন করার প্রয়োজন নেই। কেবল আইডি নেম যদি এলোমেলো থাকে তবে সেটি অবশ্যই ঠিক করে নিতে হবে। সাথে জিমেইলের নামের সাথে শিটের নামের মিল রাখতে হবে। জিমেইলের নাম পরিবর্তন করার প্রয়োজন হলে শিটে জিমেইলের নাম আপডেট করে দিবেন।
⚡কম্পানির নাম খেয়াল রাখাঃ আমরা জানি একই কম্পানিতে এক মেইল দিয়ে দুটি পোষ্ট করলে সেটা লাইভ হবে না। তাই জিমেইল দিয়ে কোন কোন বিজনেসে রিভিও করা হয়েছে সেটির উপর নজর রেখে কাজ করতে হবে। যদি কোনো মেইল দিয়ে ১৫ কিংবা তার অধিক কাজ করা হয় তবুও কোনো সমস্যা নেই। কিন্তু একই কম্পানিতে যেন দুইবার পোষ্ট না হয় খেয়াল রেখে কাজ করতে হবে। অন্যদিকে আপনি যে জিমেইলে, যে কম্পানিতে কাজ করবেন সেটিও লিখে দিবেন। জিমেইলের পাশে কম্পানির নাম লেখা বাধ্যতামূলক এবং অনেক জরুরী।
⚡জিমেইল নষ্ট বের হলেঃ যেহেতু জিমেইল প্রতি মাসেই কিছু কিছু করে নষ্ট বের হয় তাই জিমেইল নষ্ট বের হবে এটাই স্বাভাবিক। জিমেইল নষ্ট হলে সেটি রেড কালার করে দিবেন। পাশে কি সমস্যা সেটি লিখবেন।
আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের সর্বচ্চটা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ।
গত কয়েক মাসের কাজের ধরণ, এক্টিভিটি আগ্রহ, ব্যবহার ইত্যাদির ভিত্তি করে রেটিং দেওয়া হয়েছে।
রেটিং বাড়ানো যাবে কিভাবে?
কাজে মনোযোগি হতে হবে। নিজের কাজ ভালোভাবে করতে হবে। অন্যদের সাথে মিলেমিশে সমস্যা সমাধান করে কাজ করে যেতে হবে।
রেটিনং দিয়ে কি হবে?
যার রেটিং যত ভালো হবে তাকে তত গুরুত্ব দিয়ে কাজ দেওয়া হবে।
কতদিন পর পর রেটিং দেখানো হয়?
নির্দিষ্ট কোনো সময় সীমানেই।
প্রিয় পকেট মানির সদস্যবৃন্দ,
আপনাদের সবাইকে পকেট মানি ফ্রিল্যান্সিং পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত গর্বিত যে, ২০১৬ সাল থেকে আমরা একটি সুদীর্ঘ পথ অতিক্রম করেছি এবং আমাদের এই যাত্রায় আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের এই কম্পানি, যার পূর্ব নাম ছিল ABSA, বর্তমানে Sumon’s Team দ্বারা পরিচালিত হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইট miasumon.com/pm এর মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি সদস্যের জন্য একটি সুবিধাজনক এবং সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের দক্ষতা এবং মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। আমরা আমাদের সদস্যদের কাজের জন্য সবসময় সময়মত প্রয়োজনীয় টুলস প্রদান করে থাকি এবং তাদের কাজের নির্ভুল রিপোর্ট প্রদান করে নিশ্চিত করি যে তারা তাদের প্রাপ্য পেমেন্ট পেয়ে থাকে। প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে পেমেন্ট প্রদান করা হয় যা আমাদের সিস্টেমের একটি নির্ভরযোগ্যতা প্রকাশ করে।
আমরা অত্যন্ত আনন্দিত যে, এখন পর্যন্ত কয়েক হাজার সদস্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করেছেন এবং তাদের মধ্যে ৬০ জন এখনও একটিভ মেম্বার হিসেবে কাজ করছেন। তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা সর্বদা সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যাতে তারা তাদের কাজের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা লাভ করতে পারেন।
আমাদের এই দীর্ঘ যাত্রার সময় আপনাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং মজবুত বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই যাত্রা আরও সুদূরপ্রসারী হবে এবং আমরা একসাথে আরও অনেক সাফল্যের শিখরে পৌঁছাতে পারব।
এতদিন আমাদের সাথে কাজ করে এবার মূল্য নেওয়ার সময়। আপনার অল্প কিছু তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আমাদের July 2024 Season ছিলো ১৮ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত। এই সময়ে যারা কাজ করেছেন তারা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করেন। ফর্ম ফিলাপ হলে আগামি ১০ তারিখের মধ্যে আপনার ইমেইলে আপনার রিপোর্ট দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার পেমেন্ট দেওয়া হবে।
⚠️ যদি কোনো কারনে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করতে ব্যর্থ হোন তবে আপনার পেমেন্টের রিপোর্ট পাবেন না। ফর্ম ফিলাপের শেষ তারিখ ৬ আগস্ট ২০২৪ ইং।
🚀 আমাদের পেমেন্ট ম্যাথডঃ বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক সচল রয়েছে। এছাড়া রিকোয়েস্টের ভিত্তিতে ইসলামি ব্যাংক ও উপায়ে পেমেন্ট করা হতে পারে।
⚡Username: আপনাকে যে নামে কাজ দেওয়া হচ্ছে সে নামটি এখানে দিবেন।
⚡Full Name: আপনার পুরো নামটি দিবেন। যেটা সার্টিফিকেট বা আইডি কার্ডে আছে।
⚡Email: এখানে আমাদের সাথে কাজ করতে আপনার যে জিমেইল দিয়ে থাকেন সেটি দিবেন। এখানে পরের নতুন কাজের এক্সেস দেওয়া হবে। এছাড়া আমাদের রিপোর্ট আপনার পেমেন্ট রিপোর্ট এখানে দেওয়া হবে।
⚡Contact Number: এখানে আপনার সাথে সহজে যোগাযোগ করার নাম্বার দিবেন। অনেক প্রয়োজনে কল করা লাগে।
⚡Date of Birth: এখানে আপনার জন্ম তারিখ দিবেন।
⚡Profile Photo: এখানে আপনার ফটো দিবেন। অনেক ক্ষেত্রে আপনাদের ফটো ব্যবহার করা হয়ে থাকে। তাই এখানে যে ফটো যুক্ত করবেন। সেটি আমরা ব্যবহার করতে পারবো তার পার্মিশন দিচ্ছেন।
⚡Joining Date: কবে থেকে কাজ শুরু করেছেন। সেটির আইডিয়ার জন্য এখানে মাস, সাল পারলে তারিখ ও উল্ল্যেখ করে দিবেন।
⚡Working Feedback: কাজ করে কেমন লাগলো সেটা জানাবেন। উন্মুক্ত মঞ্চ চাইলে প্রসংশা কিংবা নিন্দা করতে পারেন।
⚡Faced Problem: কি ধরণের সমস্যায় পড়তে হয়েছে জানাবেন। যাতে আমরা সেটির উন্নতি করে ভালো সার্ভিস দিতে পারি।
মেম্বারদের কাজের সুবিধার জন্য প্রতিমাসেই আমরা এমন সব ইমার্জেন্সি মেইল দিয়ে থাকি যাতে যে সময় আমাদের রেগুলার মেইল স্টোক থাকবে না। অথবা ভালো মানের রেগুলার মেইল পাওয়া যাবে না ওই সময় যেন কাজ বন্ধ না থাকে এজন্য স্পেশালভাবে চেক করে মেইল দেওয়া হয় যাতে অল্প সময়েই এক্সেস পাওয়া যায় এবং কাজ করা যায়।
🙋♂️মেইলের এক্সেস কিভাবে পাওয়া যাবে? 📣জিমেইলের শীটে IPv2 নামের ট্যাবে মেইল দেওয়া হবে। উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। Email, Password, Recovery দিয়েই মেইল লগিন করতে পারবেন।
🙋♂️কি কি পরিবর্তন করে কাজ করা যাবে? 📣উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। শুধুমাত্র New Password দিয়ে মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। যদি প্রয়োজন হয় তবে Name পরিবর্তন করবেন, শীটে আগে থেকে নেম না থাকলে অবশ্যই নাম বসিয়ে দিবেন। তাছাড়া আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই।
🙋♂️কম্পানির নাম কি করবো? 📣উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। সেখানে কম্পানি নাম ১,২,৩ যতই থাকুক আপনি যে কম্পানিতে কাজ করবেন সে কম্পানির নাম উপরের ফাকা কলামে লিখে দিবেন। ধরেন, কম্পানি ১ এ আগে থেকেই নাম আছে তবে কম্পানি ২ এ আপনার কাজের কম্পানির নাম লিখে দিবেন। আর যদি ১ এ কম্পানি নাম না থাকে তবে ১ এই নাম দিবেন। এছাড়া ১,২,৩ ফিল করা থাকলে আপনি পরের কলামকে ৩ভেবে সেখানে নাম দিবেন।
🙋♂️যদি মেইল নষ্ট বের হয় কি করবো? 📣সকল মেইল ভালোভাবে চেক করে দেওয়া হয়। তবুও যদি কোনো মেইল নষ্ট বের হয় তবে সেটা লাল ব্যাকগ্রাউন্ড কালার করে Comments বরার মেইলের কি সমস্যা সেটা দিবেন।
🙋♂️কোন সময় এগুলো দিয়ে কাজ করবো? 📣মেইল গুলো ইমার্জেন্সি হিসেবে দেওয়া হয়। ইমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করবেন। ধরেন, আপনার কোনো কারনে রেগুলার স্টোক শেষ হয়ে গেছে তখন এগুলো দিয়ে কাজ করবেন।
🙋♂️ব্যবহারের কোনো সময়-সীমা আছে? 📣মেইল গুলো ইমার্জেন্সি হিসেবে দেওয়া হয়। ইমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করবেন। যদি এই মেইল গুলোর কোনো প্রয়োজন না হয়। তবে মেইল দেওয়ার ১০দিন পর থেকে সাধারন ভাবে ব্যবহার করবেন। এছাড়া এরকম মেইল যখন আবার দিবো তার আগেই জানিয়ে দিবো তখন আপনার রেগুলার মেইল স্টোক করে এগুলো দিয়ে কাজ করে মেইল শেষ করে নিবেন।
We’re thrilled to announce the launch of a captivating new venture by the talented musician Sumon Mia. Introducing “Zoom Zany,” a haven of relaxation and tranquility on YouTube, curated especially for those seeking solace in soothing melodies and serene ambiance.
Project Details:
Channel Name: Zoom Zany
Project: Music
Creation Date: January 2024
Budget: $300
Categories: Relaxing Music
In this exciting project, Sumon Mia aims to bring his passion for music to a global audience, offering a diverse range of calming tunes to help listeners unwind and find peace amidst the chaos of everyday life.
With a budget of $300 allocated to this project, Sumon Mia has spared no effort in ensuring that Zoom Zany becomes a go-to destination for those in need of relaxation and rejuvenation. From enchanting melodies to tranquil soundscapes, each video promises to transport viewers to a realm of serenity and bliss.
Stay tuned as we embark on this enchanting journey with Sumon Mia and Zoom Zany! Subscribe now and join us in experiencing the magic of music like never before.
Let the melodies of Zoom Zany guide you to a world of tranquility. Don’t miss out on this extraordinary musical odyssey!
We are excited to announce a significant milestone in the journey of our company. After careful consideration and strategic planning, we have decided to rebrand our business, transitioning from “Sumon’s Team” to the dynamic and innovative identity of “Pocket Money.”
Reasons for the Change: Our decision to rebrand is rooted in our commitment to evolution and adaptability. “Pocket Money” aligns better with the diverse range of services and solutions we offer, capturing the essence of financial convenience, accessibility, and innovation.
What to Expect: While our name and visual identity are evolving, our core values, dedication to excellence, and the quality of service you have come to expect from us remain unwavering. The transition to “Pocket Money” marks a new chapter in our growth, allowing us to better serve your needs and stay ahead in an ever-changing business landscape.
Contact Information: For any inquiries or further information, you can reach us through our website, email, or WhatsApp.
Thank you for your continued support. We look forward to embarking on this exciting journey as Pocket Money.