অভিনন্দন!
এতদিন আমাদের সাথে কাজ করে এবার মূল্য নেওয়ার সময়। আপনার অল্প কিছু তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আমাদের July 2024 Season ছিলো ১৮ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত। এই সময়ে যারা কাজ করেছেন তারা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করেন। ফর্ম ফিলাপ হলে আগামি ১০ তারিখের মধ্যে আপনার ইমেইলে আপনার রিপোর্ট দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার পেমেন্ট দেওয়া হবে।
⚠️ যদি কোনো কারনে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করতে ব্যর্থ হোন তবে আপনার পেমেন্টের রিপোর্ট পাবেন না। ফর্ম ফিলাপের শেষ তারিখ ৬ আগস্ট ২০২৪ ইং।
🚀 আমাদের পেমেন্ট ম্যাথডঃ বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক সচল রয়েছে। এছাড়া রিকোয়েস্টের ভিত্তিতে ইসলামি ব্যাংক ও উপায়ে পেমেন্ট করা হতে পারে।
Entry Payment Request Form July 2024 ( Google Form, Pocket Money Server, Sumon’s Team)
⚡Username: আপনাকে যে নামে কাজ দেওয়া হচ্ছে সে নামটি এখানে দিবেন।
⚡Full Name: আপনার পুরো নামটি দিবেন। যেটা সার্টিফিকেট বা আইডি কার্ডে আছে।
⚡Email: এখানে আমাদের সাথে কাজ করতে আপনার যে জিমেইল দিয়ে থাকেন সেটি দিবেন। এখানে পরের নতুন কাজের এক্সেস দেওয়া হবে। এছাড়া আমাদের রিপোর্ট আপনার পেমেন্ট রিপোর্ট এখানে দেওয়া হবে।
⚡Contact Number: এখানে আপনার সাথে সহজে যোগাযোগ করার নাম্বার দিবেন। অনেক প্রয়োজনে কল করা লাগে।
⚡Date of Birth: এখানে আপনার জন্ম তারিখ দিবেন।
⚡Profile Photo: এখানে আপনার ফটো দিবেন। অনেক ক্ষেত্রে আপনাদের ফটো ব্যবহার করা হয়ে থাকে। তাই এখানে যে ফটো যুক্ত করবেন। সেটি আমরা ব্যবহার করতে পারবো তার পার্মিশন দিচ্ছেন।
⚡Joining Date: কবে থেকে কাজ শুরু করেছেন। সেটির আইডিয়ার জন্য এখানে মাস, সাল পারলে তারিখ ও উল্ল্যেখ করে দিবেন।
⚡Working Feedback: কাজ করে কেমন লাগলো সেটা জানাবেন। উন্মুক্ত মঞ্চ চাইলে প্রসংশা কিংবা নিন্দা করতে পারেন।
⚡Faced Problem: কি ধরণের সমস্যায় পড়তে হয়েছে জানাবেন। যাতে আমরা সেটির উন্নতি করে ভালো সার্ভিস দিতে পারি।