Employee Rating (August 2024)

Abdullah
0
Abrar
0
Asma
0
Chowdhury
0
Fardin
0
Farjana
0
Forhad
0
Habibul
0
Jhony
0
Jihan
0
Mamun
0
Masud
0
Montasir
0
Muktamala
0
Munna
0
Opiislam
0
Ornob
0
Raisha
0
Rajib
0
Roje
0
Sabbir
0
Sajjad
0
Shafiqul
0
Shopno
0
Shuvon
0
Manzia
0
Nisati
0
Sikander
0
Shipon
0
Tamanna
0
Tanha
0
Tanvir
0
Tuhin
0
Tuli
0
Yanur
0

Q/A:

কিসের ভিত্তিতে রেটিং দেওয়া হয়েছে?

গত কয়েক মাসের কাজের ধরণ, এক্টিভিটি আগ্রহ, ব্যবহার ইত্যাদির ভিত্তি করে রেটিং দেওয়া হয়েছে।

রেটিং বাড়ানো যাবে কিভাবে?

কাজে মনোযোগি হতে হবে। নিজের কাজ ভালোভাবে করতে হবে। অন্যদের সাথে মিলেমিশে সমস্যা সমাধান করে কাজ করে যেতে হবে।

রেটিনং দিয়ে কি হবে?

যার রেটিং যত ভালো হবে তাকে তত গুরুত্ব দিয়ে কাজ দেওয়া হবে।

কতদিন পর পর রেটিং দেখানো হয়?

নির্দিষ্ট  কোনো সময় সীমানেই।

প্রিয় পকেট মানির সদস্যবৃন্দ,

আপনাদের সবাইকে পকেট মানি ফ্রিল্যান্সিং পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত গর্বিত যে, ২০১৬ সাল থেকে আমরা একটি সুদীর্ঘ পথ অতিক্রম করেছি এবং আমাদের এই যাত্রায় আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের এই কম্পানি, যার পূর্ব নাম ছিল ABSA, বর্তমানে Sumon’s Team দ্বারা পরিচালিত হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইট miasumon.com/pm এর মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি সদস্যের জন্য একটি সুবিধাজনক এবং সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের দক্ষতা এবং মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। আমরা আমাদের সদস্যদের কাজের জন্য সবসময় সময়মত প্রয়োজনীয় টুলস প্রদান করে থাকি এবং তাদের কাজের নির্ভুল রিপোর্ট প্রদান করে নিশ্চিত করি যে তারা তাদের প্রাপ্য পেমেন্ট পেয়ে থাকে। প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে পেমেন্ট প্রদান করা হয় যা আমাদের সিস্টেমের একটি নির্ভরযোগ্যতা প্রকাশ করে।

আমরা অত্যন্ত আনন্দিত যে, এখন পর্যন্ত কয়েক হাজার সদস্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করেছেন এবং তাদের মধ্যে ৬০ জন এখনও একটিভ মেম্বার হিসেবে কাজ করছেন। তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা সর্বদা সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যাতে তারা তাদের কাজের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা লাভ করতে পারেন।

আমাদের এই দীর্ঘ যাত্রার সময় আপনাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং মজবুত বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই যাত্রা আরও সুদূরপ্রসারী হবে এবং আমরা একসাথে আরও অনেক সাফল্যের শিখরে পৌঁছাতে পারব।

ধন্যবাদ, পকেট মানি টিম

Shopping Basket
Tasks
Support
PM
Newbies
Topper