Job: Input Tech Name

কাজঃ বিজনেস কন্টেন্সের মধ্যে ভূল ঠিক করে Technician এর নাম বসাতে হবে। বুঝার সুবিধার্থে ভিডিওটি দেখুন।

কিভাবে কাজটি করতে হয় দেখে নিন।

বেতনঃ চুক্তি ভিত্তিক কাজ। প্রতি ৫০০ কন্টেন্টেসের জন্য ১০০০ টাকা করে দেওয়া হবে।

সময়ঃ ফ্রিল্যান্সিং তাই যেকোনো সময় করা যাবে তবে কতদিনে কতগুলো করতে পারবেন তা বলে নিবেন। ডেটলাইন থাকা ভালো। সেটাও আপনার সুবিধার দিকে বিবেচনা করে দেওয়া হবে।

বিঃদ্রঃ কাজটি মোবাইল দিয়ে করা গেলোও কম্পিউটার ছাড়া আমরা প্রেফার করছি না। কম্পিউটার এবং ইন্টারনেট না থাকলে যোগাযোগ করবেন না। দক্ষতা দেখে কাজ দেওয়া হবে তাই একটা ইন্টারভিও দিতে হবে। নিন্মের বাটনে যোগাযোগ করে জানান।

নতুন সেটাপ দেওয়া হবে ১২ আগষ্ট ২০২৪ থেকে তাই ডেইলি টাক্স ফিল করে রাখুন।

আমাদের বেশিরভাগ শীটে ১১ আগষ্ট ২০২৪ কাজ শেষ হয়ে গেছে। কোটা আন্দোলনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় কিছু কাজ মিস হয়ে গেছে। তাই কাজের জন্য কিছু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ১২ আগষ্ট থেকে কাজ সেটাপ শুরু হবে। এজন্য নিজেদের ডেইলি টাক্স ফিল করে রাখুন। কভার কাজ করে যাবেন কিন্তু যেকোনো সময় কভার কাজ বন্ধ হতে পারে। তাই যত কাজ লাগবে তা লিখে রাখুন।

মিলিটারি গ্রেড প্রটেকশনের Avira Phantom Vpn নিয়ে নিন ৩ মাসের জন্য বিনামূল্যে

ভিপিএন একটি নিরাপদ প্রযুক্তি হলেও কিছু কিছু কাজের জন্য দরকার শক্তিশালী ভিপিএন। ডাটা লিক হ‌ওয়া থেকে বাঁচতে প্রিমিয়াম ভিপিএন ফ্রি ভিপিএন এর তুলনায় অনেক বেশি কার্যকরী। প্রিমিয়াম ভিপিএন এ ফ্রি সার্ভারের বদলে আরো অধিক শক্তিশালী সার্ভার এর অ্যাকসেস দেয়া থাকে। ফলে ডাটা সেফটি বৃদ্ধি পাওয়া সহ অধিক স্পিড পাওয়া যায়। অনেক কাজে ভালোরকম Geo লোকেশনের দরকার হয়। লোকেশন স্পুফিং এর জন্য ফ্রি সার্ভার থেকে প্রিমিয়াম সার্ভার অধিক শক্তিশালী। এতে করে ব্লকড প্ল্যাটফর্ম গুলো আপনার প্রকৃত লোকেশন ট্র্যাক করতে পারে না।

আপনরা প্রায় সময় মিলিটারি গ্রেড প্রটেকশনের নাম শুনে থাকবেন। কয়েকটি প্রিমিয়াম ভিপিএন এই মিলিটারি গ্রেড প্রটেকশন ফিচার দিয়ে থাকে।অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে , military grade encryption কি?

মিলিটারি গ্রেড প্রটেকশন হলো এটি ডাটাকে এনক্রিপশন করে রাখে। সাধারনত ভিপিএন DNS বদলিয়ে ও আইপি বদলিয়ে কাজ করে থাকে। তবে অধিকতর নিরাপত্তা ও সুরক্ষার জন্য ডাটা এনক্রিপশন করার প্রয়োজন হয়। মিলিটারি গ্রেড ভিপিএন মূলত এই সার্ভিসটি দিয়ে থাকে। এতে ডাটা প্রটেকশন ও শক্তিশালী হয়। কেননা এনক্রিপ্টেড ডাটায় প্রাইভেসি লিক হ‌ওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।সাধারনত এই মিলিটারি গ্রেড এনক্রিপশন AES-256 এনক্রিপশন টাইপ হয়ে থাকে। অর্থাৎ ডাটা ২৫৬ বিটে এনক্রিপ্টেড হয় যেটি অধিকতর সুরক্ষা প্রদান করে।সবগুলো ভিপিএন মিলিটারি গ্রেড প্রটেকশন প্রদান করে না।

আজকে আমি আলোচনা করবো এমন একটি মিলিটারি গ্রেড ভিপিএন কিভাবে free তে ব্যবহার করবেন সেটি দিয়ে।Avira phantom হলো একটি এমন‌ই ভিপিএন।এই ভিপিএন মিলিটারি গ্রেড এনক্রিপশন সার্ভিস প্রোভাইড করে থাকে।

এটির কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করা যাক

1.মিলিটারি গ্রেড এনক্রিপশন

2. কিল সুইচ ফিচার।অর্থাৎ ব্রাউজিংরত অবস্থায় কোনো কারনে আপনার ভিপিএন ডিসকানেক্ট হলে সেটি ডাটা লিক থেকে প্রটেকশন দিবে।

3. DNS লিক হ‌ওয়া থেকে প্রটেকশন দিবে।

4. আনট্রেসেবল ফিচার। isp বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার‌ও আপনাকে ট্রেস করতে পারবে না।

5.বিভিন্ন দেশের ৩৮ টি শক্তিশালী সার্ভার।

এবার আসা যাক কিভাবে ৩ মাসের জন্য বিনামূল্যে ট্রায়াল নিবেন।

প্রথমে এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন।

এখানে সবার নিচে দেখুন gmail এন্ট্রি করার বার দেওয়া আছে। সেখানে আপনার জিমেইল দিন।

জিমেইল দিয়ে এন্ট্রি দেওয়ার পর দেখুন আপনার জিমেইলে একটি ভ্যারিফিকেশন মেইল পাঠানো হবে।

আপনার জিমেইল ওপেন করে নেওয়ার পর দেখুন সেখানে কনফার্মেশন লিংক দেয়া হয়েছে। সেখানে ক্লিক করে নিলেই সেটি অ্যাকটিভ হয়ে যাবে।এভাবে আনলিমিটেড ইন্টারনেট সার্ফিং করতে পারবেন 92 দিনের জন্য।

Avast Scureline Vpn Login Access | Pocket Money

প্রথমে গুগল প্লে স্টোর avast secureline vpn সার্চ করে অথবা নিচের লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিবেন।
https://play.google.com/store/apps/details?id=com.avast.android.vpn

এরপর উপরের মতো Ui পাবেন। Get Started এর এখানে ক্লিক করে‌ নিবেন।

এখানে see subscription নামে একটি অপশন দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।

মার্ক করা অপশনে ক্লিক করুন।যেহেতু এটি অ্যাক্টিভেশন কোড দ্বারা প্রিমিয়াম করা হবে।


এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন।সেখান থেকে Enter activation code এর এখানে ক্লিক করে‌ নিন।

অ্যাক্টিভেশন কোডের জায়গায় নিচের ৩ টি কোডের যেকোন একটি ক্লিক করে নিন।

✅ 94XTGM-WV6Q52-5SUF3J
✅ XNE948-VYYCP2-5SUF4S
✅ 2XWKUG-5UX972-5SUFCJ

এরপর এ ৩ টির যেকোন একটি দিয়ে active ক্লিক করলেই ভিপিএনটি প্রিমিয়াম হয়ে যাবে।

যেহেতু প্রিমিয়াম ভার্শন তাই নিশ্চিতভাবেই অন্যান্য যেসব free vpn আছে সেগুলো থেকে ভালো আউটপুট পাবেন

Bonus Everyone for Independent Again Campaign July 2024 | 36July2024 | Pocket Money

আরো একবার দেশকে স্বাধীন করার জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশাকরি আমাদের নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও ফ্রিল্যানিং সেক্টর উন্নয়নে পরবর্তী সরকার ভূমিকা পালন করবেন। সেই সাথে সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ।

পয়েন্টেসের উপর ভিত্তিতে সকল মেম্বারসকে বোনাস এড করে পেমেন্ট দেওয়া হবে। দেখে নিন কে কেমন বোনাস পাচ্ছেনঃ

🔥Points💰Bonus
1000+300 BDT
800-999200 BDT
500-799100 BDT
250-49950 BDT
100-24930 BDT
30-9920 BDT
1-2910 BDT
১টি লাইভ রিভিও সমান ১ পয়েন্ট।

বিজয়ের উল্লাস আরো একবার সবার মনে উদযাপন হোক।

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Reuse Gmail Guidelines | Pocket Money

🔉LISTEN AUDIO (অডিও শুনলে পোষ্ট পড়তে হবে না।)

কাজের সুবিধার্থে আপনাদের যে সকল জিমেইল দেওয়া হয়েছে, সেগুলো আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন। কোন মেইল কখন ব্যবহার করতে পারবেন তা আপনাদের এডমিন প্যানেল বলে দিবে। কিন্তু কিভাবে ব্যবহার করলে ভালো হবে তার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি।

রেগুলার মেইলঃ আপনাদের অনেক ধরণের জিমেইল দেওয়া হয়ে থাকে। এর মধ্যে সিজন অনুযায়ী যে সকল জিমেইল আপনাদের কাছে দেওয়া হয় সেগুলো হচ্ছে রেগুলা। অর্থাৎ আপনি যদি আগষ্ট মাসের সিজনে কাজ করে থাকেন তবে আগষ্টের মেইল গুলো হবে রেগুলা। আর বাকি সব ইররেগুলার। যদি পরের সিজনের কাজ শুরু হয় তবে, আগষ্ট ইররেগুলার হয়ে যাবে আর সেপ্টেম্বরের ট্যাব/ফাইল রেগুলার হিসেবে থাকবে।

⚡জিমেইল স্লিপিংঃ আমরা জানি একটা জিমেইল দিয়ে কাজ করে সেটি পুনরায় ব্যবহার করতে কিছুদিন অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাকৃত সময়টা জিমেইলের জন্য স্লিপিং পিরিয়ড।

ব্যবহার করার উপদেশঃ আপনারা এমন ভাবে জিমেইলের ফাইল/ট্যাব গুলো ব্যবহার করবেন যেন সেগুলো ধারাবাহিক হয়। অর্থাৎ আজ থেকে ১৫দিন একটা ফাইল ব্যবহার করলে জিমেইলের স্লিপিং পিরিয়ড শেষে কিন্তু আবার ধারাবাহিকভাবে ব্যবহারের সুযোগ পাবেন। আপনাকে আর নোটস করতে হবে না কোন মেইল কখন ব্যবহার করছেন। যেমনঃ 12irregular সব মেইল টানা কয়েকদিন ব্যবহার করে IPv1 এর পর IPv2 ইত্যাদি ব্যবহার করে যাবেন। জিমেইলের স্লিপিং পিরিয়ড শেষে পুনরায় ফাইল গুলো আবার কাজের জন্য প্রস্তুত হবে। আবার ধারাবাহিক কাজের সুযোগ পাবেন।

নির্দেশ মেনে চলাঃ যখন কোনো জিমেইল পুনরায় ব্যবহারের নির্দেশ দেওয়া হবে সেই সাথে আপনাকে বলা হবে জিমেইলের কিছু পরিবর্তন করতে হবে কিনা। যদি পরিবর্তন করতে হয় তবে সেটি করে নিবেন। আর যদি পরিবর্তন না করতে বলা হয় তবে পরিবর্তন করার প্রয়োজন নেই। কেবল আইডি নেম যদি এলোমেলো থাকে তবে সেটি অবশ্যই ঠিক করে নিতে হবে। সাথে জিমেইলের নামের সাথে শিটের নামের মিল রাখতে হবে। জিমেইলের নাম পরিবর্তন করার প্রয়োজন হলে শিটে জিমেইলের নাম আপডেট করে দিবেন।

কম্পানির নাম খেয়াল রাখাঃ আমরা জানি একই কম্পানিতে এক মেইল দিয়ে দুটি পোষ্ট করলে সেটা লাইভ হবে না। তাই জিমেইল দিয়ে কোন কোন বিজনেসে রিভিও করা হয়েছে সেটির উপর নজর রেখে কাজ করতে হবে। যদি কোনো মেইল দিয়ে ১৫ কিংবা তার অধিক কাজ করা হয় তবুও কোনো সমস্যা নেই। কিন্তু একই কম্পানিতে যেন দুইবার পোষ্ট না হয় খেয়াল রেখে কাজ করতে হবে। অন্যদিকে আপনি যে জিমেইলে, যে কম্পানিতে কাজ করবেন সেটিও লিখে দিবেন। জিমেইলের পাশে কম্পানির নাম লেখা বাধ্যতামূলক এবং অনেক জরুরী।

জিমেইল নষ্ট বের হলেঃ যেহেতু জিমেইল প্রতি মাসেই কিছু কিছু করে নষ্ট বের হয় তাই জিমেইল নষ্ট বের হবে এটাই স্বাভাবিক। জিমেইল নষ্ট হলে সেটি রেড কালার করে দিবেন। পাশে কি সমস্যা সেটি লিখবেন।

আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের সর্বচ্চটা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ।

Employee Rating 3 August 2024 | Pocket Money Panel

Employee Rating (August 2024)

Abdullah
0
Abrar
0
Asma
0
Chowdhury
0
Fardin
0
Farjana
0
Forhad
0
Habibul
0
Jhony
0
Jihan
0
Mamun
0
Masud
0
Montasir
0
Muktamala
0
Munna
0
Opiislam
0
Ornob
0
Raisha
0
Rajib
0
Roje
0
Sabbir
0
Sajjad
0
Shafiqul
0
Shopno
0
Shuvon
0
Manzia
0
Nisati
0
Sikander
0
Shipon
0
Tamanna
0
Tanha
0
Tanvir
0
Tuhin
0
Tuli
0
Yanur
0

Q/A:

কিসের ভিত্তিতে রেটিং দেওয়া হয়েছে?

গত কয়েক মাসের কাজের ধরণ, এক্টিভিটি আগ্রহ, ব্যবহার ইত্যাদির ভিত্তি করে রেটিং দেওয়া হয়েছে।

রেটিং বাড়ানো যাবে কিভাবে?

কাজে মনোযোগি হতে হবে। নিজের কাজ ভালোভাবে করতে হবে। অন্যদের সাথে মিলেমিশে সমস্যা সমাধান করে কাজ করে যেতে হবে।

রেটিনং দিয়ে কি হবে?

যার রেটিং যত ভালো হবে তাকে তত গুরুত্ব দিয়ে কাজ দেওয়া হবে।

কতদিন পর পর রেটিং দেখানো হয়?

নির্দিষ্ট  কোনো সময় সীমানেই।

প্রিয় পকেট মানির সদস্যবৃন্দ,

আপনাদের সবাইকে পকেট মানি ফ্রিল্যান্সিং পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত গর্বিত যে, ২০১৬ সাল থেকে আমরা একটি সুদীর্ঘ পথ অতিক্রম করেছি এবং আমাদের এই যাত্রায় আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের এই কম্পানি, যার পূর্ব নাম ছিল ABSA, বর্তমানে Sumon’s Team দ্বারা পরিচালিত হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইট miasumon.com/pm এর মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি সদস্যের জন্য একটি সুবিধাজনক এবং সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের দক্ষতা এবং মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। আমরা আমাদের সদস্যদের কাজের জন্য সবসময় সময়মত প্রয়োজনীয় টুলস প্রদান করে থাকি এবং তাদের কাজের নির্ভুল রিপোর্ট প্রদান করে নিশ্চিত করি যে তারা তাদের প্রাপ্য পেমেন্ট পেয়ে থাকে। প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে পেমেন্ট প্রদান করা হয় যা আমাদের সিস্টেমের একটি নির্ভরযোগ্যতা প্রকাশ করে।

আমরা অত্যন্ত আনন্দিত যে, এখন পর্যন্ত কয়েক হাজার সদস্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করেছেন এবং তাদের মধ্যে ৬০ জন এখনও একটিভ মেম্বার হিসেবে কাজ করছেন। তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা সর্বদা সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যাতে তারা তাদের কাজের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা লাভ করতে পারেন।

আমাদের এই দীর্ঘ যাত্রার সময় আপনাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং মজবুত বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই যাত্রা আরও সুদূরপ্রসারী হবে এবং আমরা একসাথে আরও অনেক সাফল্যের শিখরে পৌঁছাতে পারব।

ধন্যবাদ, পকেট মানি টিম

Report June 2024 | Pocket Money

অবশেষে আমরা আমাদের রিপোর্ট প্রদান করতে পারছি। প্রতিবারের মতই এবারেও ২৮ জুন ২০২৪ থেকে আমরা রিপোর্টের কাজ শুরু করেছি এবং ৪ তারিখের মধ্যে সকল রিপোর্ট জমা করেছি। এই সিজনে (জুন ২০২৪) গত ১৭ মে ২০২৪ থেকে ১৮ জুন ২০২৪ যারা কাজ করেছেন তাদের কাজ গুলো হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে মাঝের সময়ে যে রিভিও গুলো লাইভ হয়েছে তার পেমেন্ট করা হবে এবং যেগুলো শো হয়নি তা ড্রপ হিসেবে কাউন্ট হবে যার পেমেন্ট করা হবে না। ১৮ জুন ২০২৪ এর পর যে রিভিও গুলো করা হয়েছে তা পরে সিজনে (জুলাই ২০২৪) নেওয়া হয়েছে এবং উক্ত সিজনের নিয়ম অনুযায়ী পেমেন্ট করা হবে।

⚡জুন ২০২৪ এর রিপোর্ট দেখুনঃ Report June 2024 | Pocket Money

⚡জুলাই ২০২৪ এর শিটসগুলো দেখুনঃ Menu | Pocket Money (কেবল রানিং কাজ করা লোক এটির এক্সেস পাবে।)

পেমেন্ট শিগরই করা হবে।

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।