Job: Input Tech Name

কাজঃ বিজনেস কন্টেন্সের মধ্যে ভূল ঠিক করে Technician এর নাম বসাতে হবে। বুঝার সুবিধার্থে ভিডিওটি দেখুন।

কিভাবে কাজটি করতে হয় দেখে নিন।

বেতনঃ চুক্তি ভিত্তিক কাজ। প্রতি ৫০০ কন্টেন্টেসের জন্য ১০০০ টাকা করে দেওয়া হবে।

সময়ঃ ফ্রিল্যান্সিং তাই যেকোনো সময় করা যাবে তবে কতদিনে কতগুলো করতে পারবেন তা বলে নিবেন। ডেটলাইন থাকা ভালো। সেটাও আপনার সুবিধার দিকে বিবেচনা করে দেওয়া হবে।

বিঃদ্রঃ কাজটি মোবাইল দিয়ে করা গেলোও কম্পিউটার ছাড়া আমরা প্রেফার করছি না। কম্পিউটার এবং ইন্টারনেট না থাকলে যোগাযোগ করবেন না। দক্ষতা দেখে কাজ দেওয়া হবে তাই একটা ইন্টারভিও দিতে হবে। নিন্মের বাটনে যোগাযোগ করে জানান।

নতুন সেটাপ দেওয়া হবে ১২ আগষ্ট ২০২৪ থেকে তাই ডেইলি টাক্স ফিল করে রাখুন।

আমাদের বেশিরভাগ শীটে ১১ আগষ্ট ২০২৪ কাজ শেষ হয়ে গেছে। কোটা আন্দোলনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় কিছু কাজ মিস হয়ে গেছে। তাই কাজের জন্য কিছু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ১২ আগষ্ট থেকে কাজ সেটাপ শুরু হবে। এজন্য নিজেদের ডেইলি টাক্স ফিল করে রাখুন। কভার কাজ করে যাবেন কিন্তু যেকোনো সময় কভার কাজ বন্ধ হতে পারে। তাই যত কাজ লাগবে তা লিখে রাখুন।

মিলিটারি গ্রেড প্রটেকশনের Avira Phantom Vpn নিয়ে নিন ৩ মাসের জন্য বিনামূল্যে

ভিপিএন একটি নিরাপদ প্রযুক্তি হলেও কিছু কিছু কাজের জন্য দরকার শক্তিশালী ভিপিএন। ডাটা লিক হ‌ওয়া থেকে বাঁচতে প্রিমিয়াম ভিপিএন ফ্রি ভিপিএন এর তুলনায় অনেক বেশি কার্যকরী। প্রিমিয়াম ভিপিএন এ ফ্রি সার্ভারের বদলে আরো অধিক শক্তিশালী সার্ভার এর অ্যাকসেস দেয়া থাকে। ফলে ডাটা সেফটি বৃদ্ধি পাওয়া সহ অধিক স্পিড পাওয়া যায়। অনেক কাজে ভালোরকম Geo লোকেশনের দরকার হয়। লোকেশন স্পুফিং এর জন্য ফ্রি সার্ভার থেকে প্রিমিয়াম সার্ভার অধিক শক্তিশালী। এতে করে ব্লকড প্ল্যাটফর্ম গুলো আপনার প্রকৃত লোকেশন ট্র্যাক করতে পারে না।

আপনরা প্রায় সময় মিলিটারি গ্রেড প্রটেকশনের নাম শুনে থাকবেন। কয়েকটি প্রিমিয়াম ভিপিএন এই মিলিটারি গ্রেড প্রটেকশন ফিচার দিয়ে থাকে।অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে , military grade encryption কি?

মিলিটারি গ্রেড প্রটেকশন হলো এটি ডাটাকে এনক্রিপশন করে রাখে। সাধারনত ভিপিএন DNS বদলিয়ে ও আইপি বদলিয়ে কাজ করে থাকে। তবে অধিকতর নিরাপত্তা ও সুরক্ষার জন্য ডাটা এনক্রিপশন করার প্রয়োজন হয়। মিলিটারি গ্রেড ভিপিএন মূলত এই সার্ভিসটি দিয়ে থাকে। এতে ডাটা প্রটেকশন ও শক্তিশালী হয়। কেননা এনক্রিপ্টেড ডাটায় প্রাইভেসি লিক হ‌ওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।সাধারনত এই মিলিটারি গ্রেড এনক্রিপশন AES-256 এনক্রিপশন টাইপ হয়ে থাকে। অর্থাৎ ডাটা ২৫৬ বিটে এনক্রিপ্টেড হয় যেটি অধিকতর সুরক্ষা প্রদান করে।সবগুলো ভিপিএন মিলিটারি গ্রেড প্রটেকশন প্রদান করে না।

আজকে আমি আলোচনা করবো এমন একটি মিলিটারি গ্রেড ভিপিএন কিভাবে free তে ব্যবহার করবেন সেটি দিয়ে।Avira phantom হলো একটি এমন‌ই ভিপিএন।এই ভিপিএন মিলিটারি গ্রেড এনক্রিপশন সার্ভিস প্রোভাইড করে থাকে।

এটির কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করা যাক

1.মিলিটারি গ্রেড এনক্রিপশন

2. কিল সুইচ ফিচার।অর্থাৎ ব্রাউজিংরত অবস্থায় কোনো কারনে আপনার ভিপিএন ডিসকানেক্ট হলে সেটি ডাটা লিক থেকে প্রটেকশন দিবে।

3. DNS লিক হ‌ওয়া থেকে প্রটেকশন দিবে।

4. আনট্রেসেবল ফিচার। isp বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার‌ও আপনাকে ট্রেস করতে পারবে না।

5.বিভিন্ন দেশের ৩৮ টি শক্তিশালী সার্ভার।

এবার আসা যাক কিভাবে ৩ মাসের জন্য বিনামূল্যে ট্রায়াল নিবেন।

প্রথমে এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন।

এখানে সবার নিচে দেখুন gmail এন্ট্রি করার বার দেওয়া আছে। সেখানে আপনার জিমেইল দিন।

জিমেইল দিয়ে এন্ট্রি দেওয়ার পর দেখুন আপনার জিমেইলে একটি ভ্যারিফিকেশন মেইল পাঠানো হবে।

আপনার জিমেইল ওপেন করে নেওয়ার পর দেখুন সেখানে কনফার্মেশন লিংক দেয়া হয়েছে। সেখানে ক্লিক করে নিলেই সেটি অ্যাকটিভ হয়ে যাবে।এভাবে আনলিমিটেড ইন্টারনেট সার্ফিং করতে পারবেন 92 দিনের জন্য।

Avast Scureline Vpn Login Access | Pocket Money

প্রথমে গুগল প্লে স্টোর avast secureline vpn সার্চ করে অথবা নিচের লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিবেন।
https://play.google.com/store/apps/details?id=com.avast.android.vpn

এরপর উপরের মতো Ui পাবেন। Get Started এর এখানে ক্লিক করে‌ নিবেন।

এখানে see subscription নামে একটি অপশন দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।

মার্ক করা অপশনে ক্লিক করুন।যেহেতু এটি অ্যাক্টিভেশন কোড দ্বারা প্রিমিয়াম করা হবে।


এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন।সেখান থেকে Enter activation code এর এখানে ক্লিক করে‌ নিন।

অ্যাক্টিভেশন কোডের জায়গায় নিচের ৩ টি কোডের যেকোন একটি ক্লিক করে নিন।

✅ 94XTGM-WV6Q52-5SUF3J
✅ XNE948-VYYCP2-5SUF4S
✅ 2XWKUG-5UX972-5SUFCJ

এরপর এ ৩ টির যেকোন একটি দিয়ে active ক্লিক করলেই ভিপিএনটি প্রিমিয়াম হয়ে যাবে।

যেহেতু প্রিমিয়াম ভার্শন তাই নিশ্চিতভাবেই অন্যান্য যেসব free vpn আছে সেগুলো থেকে ভালো আউটপুট পাবেন

Our Respectful Clients | Clients List & Data July24 Season | Pocket Money

আমাদের কাজগুলো আমরা বিভিন্ন বায়ারের থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌছায়। একইভাবে আপনাদের করা কাজগুলো তাদের কাছে জমা দিয়ে, তাদের থেকে পেমেন্ট নিয়ে একটা কমিশন রেখে আপনাদের কাছে সেই অর্থ পেমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। আমাদের বেশিভাগ বায়ার গুলো মাসিক পেমেন্ট করে অর্থাৎ মাসে যেকোনো একটা তারিখের মদ্ধ্যে পেমেন্ট করে। অন্যদিকে কিছু বায়ার সাপ্তাহিক পেমেন্ট করে তাদের রিপোর্ট গুলো জমিয়ে সেগুলো আবার আমরা মাসিক পেমেন্ট করি। এখন পর্যন্ত আমরা সিজন অনুযায়ী পেমেন্ট করি। প্রতি সিজনের একটা অভন্ত্যরিন তারিখ থাকে সেটার উপর ডিপেন্ট করে প্রতি মাসের ৫-৭তারিখের মধ্যে পেমেন্ট করা হয়।

🧩 Season July 2024: এই সিজনের মেইলের ফাইল শুরু হয়েছে ১ জুলাই ২০২৪ এবং শেষ হয়েছে ৩১ জুলাই ২০২৪। রিভিও লাইভ/শো রিপোর্ট করা হয়েছে ১৭ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ মধ্যবর্তী সময়ে।

🧩 Respectful Payment-able Clients:

  1. James (J)
  2. Shehzad (All Work)
  3. Joey
  4. Owen
  5. Kafir (K)
  6. David (D)
  7. Zet (Z)
  8. Alpheretta
  9. Meir
  10. Indian
  11. Max Group
  12. Moses
  13. Alkobi
  14. Choose Life (C)
  15. Michel (M)
  16. Bar (B)
  17. Moti
  18. NFT Bad
  19. Adir

🧩 Report July 2024 (Data):

⬇️ Download All Data ( Separated, No: 10 to 19 buyers are others buyer)

⬇️Download Appended Data

🧩 Sheets Missing: আমাদের সকল রিপোর্ট বায়ারের উপর ভিত্তিতে করা হয়। তাই কোন শীটে কাজ করা হয়েছে সেটা খুজে পাবেন না। যেমনঃ Unlimited Zone, Touch ইত্যাদি শীট গুলো কোনো বায়ারের অধীনে চলে না তাই এগুলোতে অনেক বায়ারের কাজ থাকে। আর রিপোর্টের সময় সকল বায়ারের অধীনে রিপোর্ট করা হয়। এই শীটের কাজ গুলো আপনারা বায়ারের ফাইল গুলোই পেয়ে যাবেন।

🧩Rate: গত মাসের মতই রেট থাকছে।

🧩Payment: প্রতিবারের মতই এবারো বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকে পেমেন্ট করা হবে। এছাড়া রেগুলার সেন্ড হিসেবে ইসলামি ব্যাংকে পেমেন্ট করা হবে।

🧩Payment Request: প্রতিবারের মতই পেমেন্ট রিকোয়েষ্টের মাধ্যমে পেমেন্ট করা হবে। পেমেন্ট রিকোয়েষ্ট না করে থাকলে এখনি করুনঃ Payment Request Form July 2024 Season | Pocket Money Server

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ ধন্যবাদ।

Payment Request Form July 2024 Season | Pocket Money Server

অভিনন্দন!

এতদিন আমাদের সাথে কাজ করে এবার মূল্য নেওয়ার সময়। আপনার অল্প কিছু তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আমাদের July 2024 Season ছিলো ১৮ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত। এই সময়ে যারা কাজ করেছেন তারা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করেন। ফর্ম ফিলাপ হলে আগামি ১০ তারিখের মধ্যে আপনার ইমেইলে আপনার রিপোর্ট দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার পেমেন্ট দেওয়া হবে।

⚠️ যদি কোনো কারনে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করতে ব্যর্থ হোন তবে আপনার পেমেন্টের রিপোর্ট পাবেন না। ফর্ম ফিলাপের শেষ তারিখ ৬ আগস্ট ২০২৪ ইং।

🚀 আমাদের পেমেন্ট ম্যাথডঃ বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক সচল রয়েছে। এছাড়া রিকোয়েস্টের ভিত্তিতে ইসলামি ব্যাংক ও উপায়ে পেমেন্ট করা হতে পারে।

Entry Payment Request Form July 2024 ( Google Form, Pocket Money Server, Sumon’s Team)

⚡Username: আপনাকে যে নামে কাজ দেওয়া হচ্ছে সে নামটি এখানে দিবেন।

⚡Full Name: আপনার পুরো নামটি দিবেন। যেটা সার্টিফিকেট বা আইডি কার্ডে আছে।

⚡Email: এখানে আমাদের সাথে কাজ করতে আপনার যে জিমেইল দিয়ে থাকেন সেটি দিবেন। এখানে পরের নতুন কাজের এক্সেস দেওয়া হবে। এছাড়া আমাদের রিপোর্ট আপনার পেমেন্ট রিপোর্ট এখানে দেওয়া হবে।

⚡Contact Number: এখানে আপনার সাথে সহজে যোগাযোগ করার নাম্বার দিবেন। অনেক প্রয়োজনে কল করা লাগে।

⚡Date of Birth: এখানে আপনার জন্ম তারিখ দিবেন।

⚡Profile Photo: এখানে আপনার ফটো দিবেন। অনেক ক্ষেত্রে আপনাদের ফটো ব্যবহার করা হয়ে থাকে। তাই এখানে যে ফটো যুক্ত করবেন। সেটি আমরা ব্যবহার করতে পারবো তার পার্মিশন দিচ্ছেন।

⚡Joining Date: কবে থেকে কাজ শুরু করেছেন। সেটির আইডিয়ার জন্য এখানে মাস, সাল পারলে তারিখ ও উল্ল্যেখ করে দিবেন।

⚡Working Feedback: কাজ করে কেমন লাগলো সেটা জানাবেন। উন্মুক্ত মঞ্চ চাইলে প্রসংশা কিংবা নিন্দা করতে পারেন।

⚡Faced Problem: কি ধরণের সমস্যায় পড়তে হয়েছে জানাবেন। যাতে আমরা সেটির উন্নতি করে ভালো সার্ভিস দিতে পারি।

Go to Form Submit Page

Report June 2024 | Pocket Money

অবশেষে আমরা আমাদের রিপোর্ট প্রদান করতে পারছি। প্রতিবারের মতই এবারেও ২৮ জুন ২০২৪ থেকে আমরা রিপোর্টের কাজ শুরু করেছি এবং ৪ তারিখের মধ্যে সকল রিপোর্ট জমা করেছি। এই সিজনে (জুন ২০২৪) গত ১৭ মে ২০২৪ থেকে ১৮ জুন ২০২৪ যারা কাজ করেছেন তাদের কাজ গুলো হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে মাঝের সময়ে যে রিভিও গুলো লাইভ হয়েছে তার পেমেন্ট করা হবে এবং যেগুলো শো হয়নি তা ড্রপ হিসেবে কাউন্ট হবে যার পেমেন্ট করা হবে না। ১৮ জুন ২০২৪ এর পর যে রিভিও গুলো করা হয়েছে তা পরে সিজনে (জুলাই ২০২৪) নেওয়া হয়েছে এবং উক্ত সিজনের নিয়ম অনুযায়ী পেমেন্ট করা হবে।

⚡জুন ২০২৪ এর রিপোর্ট দেখুনঃ Report June 2024 | Pocket Money

⚡জুলাই ২০২৪ এর শিটসগুলো দেখুনঃ Menu | Pocket Money (কেবল রানিং কাজ করা লোক এটির এক্সেস পাবে।)

পেমেন্ট শিগরই করা হবে।

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Lunching IPv3

আমাদের ইররেগুলার মেইলগুলোর বদলে এখন IP মেইল গুলো দেওয়া হয়। IP মানে হচ্ছে Irregular Password যার মানে বুঝাচ্ছি ইররেগুলার মেইলগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এর আগে IPv1, IPv2 দুটি ভার্সনের মেইল আপনাদের দেওয়া হয়েছে। ওই দুইবারের মতই এবারেও আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। আর কোনো কিছু পরিবর্তন করা বাধ্যতামূলক নয়। তবে যদি নামটি হিজিবিজি বা ভূল নাম হয়ে থাকে তবে তা অবশ্যই পরিবর্তন করে নিবেন। মনে রাখবেন আপনার পরিষ্কার-পরিছন্ন কাজ আপনার দিকে সুদৃষ্টির কারন।

⚡ আপনাদের মেইল শীটে IPv3 নামের ট্যাব পেয়ে যাবেন যেখানে উক্ত মেইল দেওয়া হয়েছে।

⚡Email, Present Pass, Recovery দিয়ে জিমেইল লগিন করতে পারবেন। কোনো কারনে Present Pass ভূল দেখালে Old Password দিয়ে লগিন করার চেষ্টা করবেন। যদিও Present Pass দিয়েই লগিন হওয়ার কথা।

⚡ একইভাবে রিকোভারি মেইলের ক্ষেত্রেও তাই। যদি Recovery ভূল দেখায় তবে আগের রিকোভারি দিয়ে চেষ্টা করবেন। আগের মতই এবারেও শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন New Pass দিয়ে। এছাড়া আপনি যে বিজনেসে কাজ করবেন সে বিজনেসের নাম লিখে দিবেন Company1, 2, 3 যেটা ফাকা পাবেন সেখানে।

⚡ কোনো কারনে যদি জিমেইল নষ্ট বের হয় তবে সেটা কি সমস্যা তা পাশে Comments এর যায়গাই লিখে দিবেন। আর মেইলটা লাল রঙ করে দিবেন।

আশাকরি এর বাইরে আর কোনো সমস্যা নেই তারপরেও সমস্যা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করবেন।

ধন্যবাদ। 😊

কিভাবে বুঝবো কোন লিংক পজেটিভ (৫স্টার) আর কোন লিংক নেগেটিভ/ব্যাড (১স্টার)?

পজেটিভ আর নেগেটিভ লিংক বুঝার জন্য অনেক হিন্ডস দেওয়া হয়। যেমন WhatsApp গ্রুরুপে কাজ দেওয়ার সময় বলে দেওয়া হয়। এছাড়া একই শিটে আলাদা ট্যাবে কাজ থাকলে কিছু আলাদা হিন্ডস থাকে। বিস্তারিত বর্ণ্না দিচ্ছিঃ

5star/ Positive: আমাদের বেশিরভাগ কাজ গুলোই পজেটিভ হয়ে থাকে। যদি কোনো রকম হিন্ডস না থাকে বা কোনো স্টার উল্লেখ না থাকে তবে সেগুলো পজেটিভ হবে।

কাজ দেওয়ার সময় WhatsApp গ্রুরুপে এভাবে ৫স্টার উল্লেখ করা হয়।

টাইটেল বারে এভাবে হালকা সবুজ রঙ করা থাকে এবং আশেপাশে ৫স্টার উল্লেখ থাকবে।

ট্যাব গুলো এভাবে হালকা সবুজ রঙ করা থাকতে পারে।

1star/ Negative/ Bad: আমাদের নেগেটিভ কাজ কম থাকে তাই ভালোভাবে খেয়াল রাখা জরুরি। কনফিউশন থাকবে এডমিন প্যানেলে যোগাযোগ করে শিউর হয়ে নিবেন।

কাজ দেওয়ার সময় WhatsApp গ্রুরুপে এভাবে ১স্টার উল্লেখ করা হয়।

টাইটেল বারে এভাবে হালকা লাল রঙ করা থাকে এবং আশেপাশে ১স্টার উল্লেখ থাকবে।

ট্যাব গুলো এভাবে হালকা লাল রঙ করা থাকতে পারে।

Stop Work: যদি কোনো কাজ বন্ধ হয়ে যায় তাহলে সেগুলোতে স্টোপ লেখা থাকে।

শীটে কন্টেন্স ও আইডি নেমের নিচে এভাবে স্টোপ লেখা থাকবে এবং লাল রঙ করা থাকবে।

ট্যাব গুলোর রঙ লাল করে দেওয়া হয়।

এছাড়া Contents/Text গুলো দেখলে বুঝবেন। যদি ভালো কিছু লেখা থাকে তবে সেটা ৫স্টার আর যদি মন্দ কিছু থাকে তবে ১স্টার। এর পরেও কিছু না বুঝলে বা আলাদা কোনো সমস্যা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করুন।