HSC পরিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা।

Pocket Money টিমের পক্ষ থেকে আমাদের টিমের বা টিমের পরিচিত পরিক্ষার্থীদের জন্য শুভকামনা।

টিমের HSC পরিক্ষার্থীবৃন্দ পড়াশোনায় মনোযোগী হোন। কাজ কম নিতে চেষ্টা করুন। রেগুলার মেইল কম নিন। যতটুকু সম্ভব পড়াশোনায় মন দিন। পরিক্ষার দিন ভালো প্রস্তুতি রাখুন। চাপ নিয়ে পরিক্ষা দিতে যাবেন না। এই পরিক্ষা এমন কোনো পরিক্ষা না যে খারাপ রেজাল্ট কিংবা ফেইল করলে জীবন এখানেই থেমে যাবে। চাপ ছাড়া পরিক্ষা দিন আশাকরি ভালো ফলাফল আনতে পারবেন। আমাদের টিমের একটিভ মেম্বারগন অবশ্যই মেধাবী।

IP মেইলের মেয়াদ শেষ হচ্ছে!

আপনারা জানেন যে আপনাদের এই মাসে (জুন ২০২৪) IPv1 এবং IPv2 নামের দুইটি Irregular বা IP মেইল দেওয়া হয়েছে। যাদের বেশি কাজ রানিং ছিলো তাদের মেইল শেষ হলেও অনেকে এখনো সেগুলো দিয়ে কাজ করেন নি। আগামি ৩০ জুন ২০২৪ এ এই দুটি ফাইলের মেয়াদ শেষ হচ্ছে। যদি আপনি আপনার এই মেইল গুলো দিয়ে কাজ শেষ না করেন। কাজ না করা বাকি মেইল গুলো যেকোনো সময় ফেরত নেওয়া হতে পারে। তাই এখন থেকে যদি IPv1 এবং IPv2 মেইল দিয়ে কাজ করা বাকি থাকে তবে Regular মেইল স্টোক করে সেগুলো দিয়ে কাজ করুন। অন্যদিকে মেয়াদ শেষের পরেই আবার IPv3 মেইল দেওয়া হবে। যদি পূর্বের ফাইলের মেইল দিয়ে কাজ বাকি থাকে তবে নতুন ফাইল দেওয়া হবে না (যদি অল্প কিছু মেইল দিয়ে কাজ বাকি থাকে তবে দেওয়া হবে)।

গায়ত কী? ঘটনাসহ বর্ণনা

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী’র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
” যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।”
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।


© সংগৃহীত

Mail IPv2 Lunching on June 20, 2024

IPv2

Lunching on June 20, 2024

মেম্বারদের কাজের সুবিধার জন্য প্রতিমাসেই আমরা এমন সব ইমার্জেন্সি মেইল দিয়ে থাকি যাতে যে সময় আমাদের রেগুলার মেইল স্টোক থাকবে না। অথবা ভালো মানের রেগুলার মেইল পাওয়া যাবে না ওই সময় যেন কাজ বন্ধ না থাকে এজন্য স্পেশালভাবে চেক করে মেইল দেওয়া হয় যাতে অল্প সময়েই এক্সেস পাওয়া যায় এবং কাজ করা যায়।

🙋‍♂️মেইলের এক্সেস কিভাবে পাওয়া যাবে?
📣জিমেইলের শীটে IPv2 নামের ট্যাবে মেইল দেওয়া হবে। উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। Email, Password, Recovery দিয়েই মেইল লগিন করতে পারবেন।

🙋‍♂️কি কি পরিবর্তন করে কাজ করা যাবে?
📣উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। শুধুমাত্র New Password দিয়ে মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। যদি প্রয়োজন হয় তবে Name পরিবর্তন করবেন, শীটে আগে থেকে নেম না থাকলে অবশ্যই নাম বসিয়ে দিবেন। তাছাড়া আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই।

🙋‍♂️কম্পানির নাম কি করবো?
📣উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। সেখানে কম্পানি নাম ১,২,৩ যতই থাকুক আপনি যে কম্পানিতে কাজ করবেন সে কম্পানির নাম উপরের ফাকা কলামে লিখে দিবেন। ধরেন, কম্পানি ১ এ আগে থেকেই নাম আছে তবে কম্পানি ২ এ আপনার কাজের কম্পানির নাম লিখে দিবেন। আর যদি ১ এ কম্পানি নাম না থাকে তবে ১ এই নাম দিবেন। এছাড়া ১,২,৩ ফিল করা থাকলে আপনি পরের কলামকে ৩ভেবে সেখানে নাম দিবেন।

🙋‍♂️যদি মেইল নষ্ট বের হয় কি করবো?
📣সকল মেইল ভালোভাবে চেক করে দেওয়া হয়। তবুও যদি কোনো মেইল নষ্ট বের হয় তবে সেটা লাল ব্যাকগ্রাউন্ড কালার করে Comments বরার মেইলের কি সমস্যা সেটা দিবেন।

🙋‍♂️কোন সময় এগুলো দিয়ে কাজ করবো?
📣মেইল গুলো ইমার্জেন্সি হিসেবে দেওয়া হয়। ইমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করবেন। ধরেন, আপনার কোনো কারনে রেগুলার স্টোক শেষ হয়ে গেছে তখন এগুলো দিয়ে কাজ করবেন।

🙋‍♂️ব্যবহারের কোনো সময়-সীমা আছে?
📣মেইল গুলো ইমার্জেন্সি হিসেবে দেওয়া হয়। ইমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করবেন। যদি এই মেইল গুলোর কোনো প্রয়োজন না হয়। তবে মেইল দেওয়ার ১০দিন পর থেকে সাধারন ভাবে ব্যবহার করবেন। এছাড়া এরকম মেইল যখন আবার দিবো তার আগেই জানিয়ে দিবো তখন আপনার রেগুলার মেইল স্টোক করে এগুলো দিয়ে কাজ করে মেইল শেষ করে নিবেন।
Admin Panel:
Sumon Mia
Pocket Money

Server Maintains 14 June 2024

Server Maintains 14 June 2024

আমাদের ওয়েবসাইটটি আমাদের সার্ভার হিসেবে তৈরী করা হচ্ছে। আগামি ২০ জুন ২০২৪ পর্যন্ত আমাদের এডমিনগন এখানে ডাটা টান্সফার ও সংরক্ষন করবেন। আমাদের লাইভ সাপোর্ট ধীর গতির হতে পারে। আমাদের সময় দিয়ে সহায়তা করবেন।

Announcement: 🎉 Exciting News! 🎶 Musician Sumon Mia Launches New YouTube Channel “Zoom Zany”!

We’re thrilled to announce the launch of a captivating new venture by the talented musician Sumon Mia. Introducing “Zoom Zany,” a haven of relaxation and tranquility on YouTube, curated especially for those seeking solace in soothing melodies and serene ambiance.

Project Details:

  • Channel Name: Zoom Zany
  • Project: Music
  • Creation Date: January 2024
  • Budget: $300
  • Categories: Relaxing Music

In this exciting project, Sumon Mia aims to bring his passion for music to a global audience, offering a diverse range of calming tunes to help listeners unwind and find peace amidst the chaos of everyday life.

With a budget of $300 allocated to this project, Sumon Mia has spared no effort in ensuring that Zoom Zany becomes a go-to destination for those in need of relaxation and rejuvenation. From enchanting melodies to tranquil soundscapes, each video promises to transport viewers to a realm of serenity and bliss.

Stay tuned as we embark on this enchanting journey with Sumon Mia and Zoom Zany! Subscribe now and join us in experiencing the magic of music like never before.

Let the melodies of Zoom Zany guide you to a world of tranquility. Don’t miss out on this extraordinary musical odyssey!

Subscribe to Zoom Zany now: youtube.com/channel/UCsKP92p5vsJDRLKrARHya0g

For more updates and behind-the-scenes glimpses, follow Sumon Mia on social media:

Instagram | Facebook | Twitter

Experience the magic of Zoom Zany and let your soul soar with the power of music. 🎵✨

Company Name Change Announcement: Unveiling the Transformation from “Sumon’s Team” to “Pocket Money”

Dear Valued Clients, Partners, and Stakeholders,

We are excited to announce a significant milestone in the journey of our company. After careful consideration and strategic planning, we have decided to rebrand our business, transitioning from “Sumon’s Team” to the dynamic and innovative identity of “Pocket Money.”

Background:

  • Old Name: Sumon’s Team
  • New Name: Pocket Money
  • Official Company: Sumon
  • Founder and CEO: Sumon Mia
  • Business Inception: 2016

Key Players:

  • Business Partner: Mini Shop
  • Admins: Sumon Mia, Khadija Akter
  • Editor: J.R Akash
  • Founder Members: Nayb Ali, J.R Akash, Hasan Jamil, Sojib Islam, Piyal Ahmed, Mahabur Hasan, Forhad Hossain, Urmi Khanam, Rafsan Ahamed Emon.

Financial Snapshot:

  • Yearly Net Worth: 25 Lac BDT.

Online Presence:

  • Website: Miasumon.com
  • Email: miasumonab@gmail.com
  • WhatsApp: +8801960532052

Reasons for the Change:
Our decision to rebrand is rooted in our commitment to evolution and adaptability. “Pocket Money” aligns better with the diverse range of services and solutions we offer, capturing the essence of financial convenience, accessibility, and innovation.

What to Expect:
While our name and visual identity are evolving, our core values, dedication to excellence, and the quality of service you have come to expect from us remain unwavering. The transition to “Pocket Money” marks a new chapter in our growth, allowing us to better serve your needs and stay ahead in an ever-changing business landscape.

Contact Information:
For any inquiries or further information, you can reach us through our website, email, or WhatsApp.

Thank you for your continued support. We look forward to embarking on this exciting journey as Pocket Money.

Best Regards,

Sumon Mia
Founder and CEO
Pocket Money

Facebook Ads Specialist

Sumon Mia

Sumon Mia is a seasoned Facebook Ads Specialist, with over 7 years of hands-on experience in the realm of digital marketing. As a freelancer, Sumon has established a solid reputation for crafting targeted, high-impact advertising strategies that resonate with audiences across diverse niches. You can find Sumon’s professional portfolio and services showcased at www.miasumon.com.

Contact Me | Facebook | WhatsApp

Working Zone:

With a presence across platforms like Fiverr, Upwork, and within the local market, Sumon has garnered expertise not just through freelancing but also by spearheading personal business ventures such as Mini Shop and Happy Lawn, showcasing a multifaceted understanding of business needs in various domains.

Provide Services:

Sumon’s expertise extends to a wide array of services tailored to elevate online presence: from Facebook Page Promotion and Boosting to the creation and setup of bespoke Facebook Stores. The skill set includes not only designing captivating Facebook Pages but also crafting engaging content and visuals through adept content writing and post design.

Long Teams Services:

In the realm of virtual advertising management, Sumon is a go-to resource. Clients benefit from Sumon’s virtual Ads Manager services, ensuring comprehensive assistance in managing and optimizing Facebook ad campaigns. Moreover, Sumon extends support as a virtual assistant for overall page management, lending a hand in steering brands towards digital success.

Sumon Mia stands as a dedicated professional committed to empowering businesses by harnessing the immense potential of Facebook advertising. The blend of extensive experience, a diverse skill set, and a proven track record of driving tangible results makes Sumon a valuable asset for businesses seeking to thrive in the digital landscape.

Free consulting or Order please contact us. Contact Me | Facebook | WhatsApp | Sumon Mia