Lunching IPv3

আমাদের ইররেগুলার মেইলগুলোর বদলে এখন IP মেইল গুলো দেওয়া হয়। IP মানে হচ্ছে Irregular Password যার মানে বুঝাচ্ছি ইররেগুলার মেইলগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এর আগে IPv1, IPv2 দুটি ভার্সনের মেইল আপনাদের দেওয়া হয়েছে। ওই দুইবারের মতই এবারেও আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। আর কোনো কিছু পরিবর্তন করা বাধ্যতামূলক নয়। তবে যদি নামটি হিজিবিজি বা ভূল নাম হয়ে থাকে তবে তা অবশ্যই পরিবর্তন করে নিবেন। মনে রাখবেন আপনার পরিষ্কার-পরিছন্ন কাজ আপনার দিকে সুদৃষ্টির কারন।

⚡ আপনাদের মেইল শীটে IPv3 নামের ট্যাব পেয়ে যাবেন যেখানে উক্ত মেইল দেওয়া হয়েছে।

⚡Email, Present Pass, Recovery দিয়ে জিমেইল লগিন করতে পারবেন। কোনো কারনে Present Pass ভূল দেখালে Old Password দিয়ে লগিন করার চেষ্টা করবেন। যদিও Present Pass দিয়েই লগিন হওয়ার কথা।

⚡ একইভাবে রিকোভারি মেইলের ক্ষেত্রেও তাই। যদি Recovery ভূল দেখায় তবে আগের রিকোভারি দিয়ে চেষ্টা করবেন। আগের মতই এবারেও শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন New Pass দিয়ে। এছাড়া আপনি যে বিজনেসে কাজ করবেন সে বিজনেসের নাম লিখে দিবেন Company1, 2, 3 যেটা ফাকা পাবেন সেখানে।

⚡ কোনো কারনে যদি জিমেইল নষ্ট বের হয় তবে সেটা কি সমস্যা তা পাশে Comments এর যায়গাই লিখে দিবেন। আর মেইলটা লাল রঙ করে দিবেন।

আশাকরি এর বাইরে আর কোনো সমস্যা নেই তারপরেও সমস্যা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করবেন।

ধন্যবাদ। 😊

ভুল রিভিও করে ফেললে করনিও!

কাজের সময়ে আমাদের অনেক ভুল হয়ে থাকে। ভূল করে ফেললে অতি দ্রুত এডমিন প্যানেলে যোগাযোগ করে সমস্যা অবগত করবেন। ভুলগুলো সংশোধন করে কাজ চালিয়ে যেতে হবে। কমন কিছু ভূলের সমাধান দেওয়া হলোঃ

রিভিও করার সময় ভূলে ১ স্টারের বদলে ৫স্টার দিলে কিংবা ৫স্টারের বদলে ১স্টার দিলে সেটা অনেক বড় একটা ভূল। এই ভূল হলে রিভিওটি বাদ দেওয়া জরুরী। এরকম ভূল হলে কন্টেন্ট কালার রেড করে রাখবেন। অতি দ্রুত এডমিন প্যানেলে যোগাযোগ করে সমস্যা অবগত করবেন।

আইডি নাম যদি সঠিক না হয়ে থাকে তাহলে তা পরিবর্তন করে নিতে হবে। আমাদের যে দেশের কাজ থাকবে সে দেশের আইডি নাম হতে হবে। হিবিজিবি আইডি নাম কখনোই গ্রহণযোগ্য না। এরকম সমস্যা হলে জিমেইলে ঢুকে আইডির নামটি পরিবর্তন করে নিলেই হবে। একটা কাজে রিপোর্টের জন্য আইডি নাম জরুরী।

আইডি নাম যদি বসাতে ভুলে যান অথবা ইন্টারনেটের জন্য আইডি নাম দিলেন কিন্তু সেভ হলো না। এমন সমস্যা হলে আইডি নেমের যায়গায় ID name missing লিখে দিবেন। সাথে আইডি নেমের যায়গাটা রেড করে দিবেন।

এছাড়া আরো অনেক সমস্যা হতে পারে। যে সমস্যায় হোক এডমিন প্যানেলে যোগাযোগ করে সমাধান করে নিবেন। ভূল হতেই পারে। কিন্তু সংশোধন করাটা জরুরী।

Bangla Moral 1

সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন।
তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল।
দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব।’
‘আমি আগে! আমি আগে!’ বললেন অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্রপারে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না।’
‘ফুঃ…!!’ তিনি চলে গেলেন।
‘এরপর আমি! এরপর আমি!’ বললেন সেলসম্যান, ‘আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব।’
‘ফুঃ…!!’ তিনিও চলে গেলেন।
‘এখন তোমার পালা’, দৈত্য ম্যানেজারকে বলল।
ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই।’ লও ঠেলা।

শিক্ষণীয়বিষয়ঃ
সব সময় বসকে আগে কথা বলতে দেবেন। তা না হলে নিজের কথার কোন মূল্য থাকবে না।

কিভাবে বুঝবো কোন লিংক পজেটিভ (৫স্টার) আর কোন লিংক নেগেটিভ/ব্যাড (১স্টার)?

পজেটিভ আর নেগেটিভ লিংক বুঝার জন্য অনেক হিন্ডস দেওয়া হয়। যেমন WhatsApp গ্রুরুপে কাজ দেওয়ার সময় বলে দেওয়া হয়। এছাড়া একই শিটে আলাদা ট্যাবে কাজ থাকলে কিছু আলাদা হিন্ডস থাকে। বিস্তারিত বর্ণ্না দিচ্ছিঃ

5star/ Positive: আমাদের বেশিরভাগ কাজ গুলোই পজেটিভ হয়ে থাকে। যদি কোনো রকম হিন্ডস না থাকে বা কোনো স্টার উল্লেখ না থাকে তবে সেগুলো পজেটিভ হবে।

কাজ দেওয়ার সময় WhatsApp গ্রুরুপে এভাবে ৫স্টার উল্লেখ করা হয়।

টাইটেল বারে এভাবে হালকা সবুজ রঙ করা থাকে এবং আশেপাশে ৫স্টার উল্লেখ থাকবে।

ট্যাব গুলো এভাবে হালকা সবুজ রঙ করা থাকতে পারে।

1star/ Negative/ Bad: আমাদের নেগেটিভ কাজ কম থাকে তাই ভালোভাবে খেয়াল রাখা জরুরি। কনফিউশন থাকবে এডমিন প্যানেলে যোগাযোগ করে শিউর হয়ে নিবেন।

কাজ দেওয়ার সময় WhatsApp গ্রুরুপে এভাবে ১স্টার উল্লেখ করা হয়।

টাইটেল বারে এভাবে হালকা লাল রঙ করা থাকে এবং আশেপাশে ১স্টার উল্লেখ থাকবে।

ট্যাব গুলো এভাবে হালকা লাল রঙ করা থাকতে পারে।

Stop Work: যদি কোনো কাজ বন্ধ হয়ে যায় তাহলে সেগুলোতে স্টোপ লেখা থাকে।

শীটে কন্টেন্স ও আইডি নেমের নিচে এভাবে স্টোপ লেখা থাকবে এবং লাল রঙ করা থাকবে।

ট্যাব গুলোর রঙ লাল করে দেওয়া হয়।

এছাড়া Contents/Text গুলো দেখলে বুঝবেন। যদি ভালো কিছু লেখা থাকে তবে সেটা ৫স্টার আর যদি মন্দ কিছু থাকে তবে ১স্টার। এর পরেও কিছু না বুঝলে বা আলাদা কোনো সমস্যা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করুন।

Gmail এর ID Name কেন পরিবর্তন করা জরুরী?

যে জিমেইল ব্যবহার করে আপনি কাজ করবেন সেটার আইডি নাম দেখে বায়ার বুঝবে যে আপনার কাজটি ভালোভাবো লাইভ/শো হয়েছে। সেভাবেই সে পেমেন্ট করবে। আপনি যে আইডি নামটি দিবেন তা বায়ার দেখবে আর সেটা যদি কোনো মানুষের নাম না হয় তবে তা ফেইক বলে গন্য হবে আর পেমেন্ট করা হবে না। যদি আপনি USA Location এর কোনো কাজ করেন তাহলে আইডি নামটিও আমেরিকার কারো নাম হতে হবে। যেমনঃ John Smith, Anderson Bun, Starkson Pipe ইত্যাদি। যদি আপনার নাম খুজে পেতে অসুবিধা হয় তবে, গুগলে অথবা Google Play Store এ Fake Name Generator লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট/এপ পাবেন।

অথবা এখানে দেখুন।

Report Submit June 2024

প্রতি মাসের মত এবারেও আমরা ২৯ জুন ২০২৪ থেকে ২জুলাই ২০২৪ আমাদের বায়ার/ক্লায়েন্টগুলোকে রিপোর্ট সাবমিট করবো। সে অনুযায়ী আগামি ৫ জুলাইয়ের আগে সকল অর্থ আমাদের একাউন্টে আসতে পারে এবং ৭ জুলাইয়ের মধ্যে সকল মেম্বারকে পেমেন্ট করা হবে।

যেহেতু আমরা এখন রিপোর্ট করতে ব্যস্ত তাই কাজ এবং মেইল দিতে একটু সমস্যা হতে পারে। আশাকরি সে বিবেচনায় যথাযত মেইল স্টোক রাখবেন। সেগুলো সময়ের আগেই সেটাপ করবেন। কাজ এমনভাবে নিবেন যাতে কাজগুলো মিসড না হয়।

আমরা নতুন সিজনের কাজ শুরু করেছি। এখন যা কাজ হবে তা জুলাই ২০২৪ এর সিজনে পেমেন্ট করা হবে।

এখন পর্যন্ত ১৭-১৮ জুন ২০২৪ এর কাজের লাইভ হয়েছে। তাই গত মাসের অর্থাৎ মে ২০ তারিখে থেকে ১৭-১৮ জুন যতগুলো কাজ লাইভ হয়েছে সেগুলোর পেমেন্ট জুন ২০২৪ সিজনে মানে এই মাসে করা হবে।

আমাদের সাথে কাজ করার জন্য ধন্যবাদ।

HSC পরিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা।

Pocket Money টিমের পক্ষ থেকে আমাদের টিমের বা টিমের পরিচিত পরিক্ষার্থীদের জন্য শুভকামনা।

টিমের HSC পরিক্ষার্থীবৃন্দ পড়াশোনায় মনোযোগী হোন। কাজ কম নিতে চেষ্টা করুন। রেগুলার মেইল কম নিন। যতটুকু সম্ভব পড়াশোনায় মন দিন। পরিক্ষার দিন ভালো প্রস্তুতি রাখুন। চাপ নিয়ে পরিক্ষা দিতে যাবেন না। এই পরিক্ষা এমন কোনো পরিক্ষা না যে খারাপ রেজাল্ট কিংবা ফেইল করলে জীবন এখানেই থেমে যাবে। চাপ ছাড়া পরিক্ষা দিন আশাকরি ভালো ফলাফল আনতে পারবেন। আমাদের টিমের একটিভ মেম্বারগন অবশ্যই মেধাবী।

IP মেইলের মেয়াদ শেষ হচ্ছে!

আপনারা জানেন যে আপনাদের এই মাসে (জুন ২০২৪) IPv1 এবং IPv2 নামের দুইটি Irregular বা IP মেইল দেওয়া হয়েছে। যাদের বেশি কাজ রানিং ছিলো তাদের মেইল শেষ হলেও অনেকে এখনো সেগুলো দিয়ে কাজ করেন নি। আগামি ৩০ জুন ২০২৪ এ এই দুটি ফাইলের মেয়াদ শেষ হচ্ছে। যদি আপনি আপনার এই মেইল গুলো দিয়ে কাজ শেষ না করেন। কাজ না করা বাকি মেইল গুলো যেকোনো সময় ফেরত নেওয়া হতে পারে। তাই এখন থেকে যদি IPv1 এবং IPv2 মেইল দিয়ে কাজ করা বাকি থাকে তবে Regular মেইল স্টোক করে সেগুলো দিয়ে কাজ করুন। অন্যদিকে মেয়াদ শেষের পরেই আবার IPv3 মেইল দেওয়া হবে। যদি পূর্বের ফাইলের মেইল দিয়ে কাজ বাকি থাকে তবে নতুন ফাইল দেওয়া হবে না (যদি অল্প কিছু মেইল দিয়ে কাজ বাকি থাকে তবে দেওয়া হবে)।