আমাদের ইররেগুলার মেইলগুলোর বদলে এখন IP মেইল গুলো দেওয়া হয়। IP মানে হচ্ছে Irregular Password যার মানে বুঝাচ্ছি ইররেগুলার মেইলগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এর আগে IPv1, IPv2 দুটি ভার্সনের মেইল আপনাদের দেওয়া হয়েছে। ওই দুইবারের মতই এবারেও আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। আর কোনো কিছু পরিবর্তন করা বাধ্যতামূলক নয়। তবে যদি নামটি হিজিবিজি বা ভূল নাম হয়ে থাকে তবে তা অবশ্যই পরিবর্তন করে নিবেন। মনে রাখবেন আপনার পরিষ্কার-পরিছন্ন কাজ আপনার দিকে সুদৃষ্টির কারন।
⚡ আপনাদের মেইল শীটে IPv3 নামের ট্যাব পেয়ে যাবেন যেখানে উক্ত মেইল দেওয়া হয়েছে।
⚡Email, Present Pass, Recovery দিয়ে জিমেইল লগিন করতে পারবেন। কোনো কারনে Present Pass ভূল দেখালে Old Password দিয়ে লগিন করার চেষ্টা করবেন। যদিও Present Pass দিয়েই লগিন হওয়ার কথা।
⚡ একইভাবে রিকোভারি মেইলের ক্ষেত্রেও তাই। যদি Recovery ভূল দেখায় তবে আগের রিকোভারি দিয়ে চেষ্টা করবেন। আগের মতই এবারেও শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন New Pass দিয়ে। এছাড়া আপনি যে বিজনেসে কাজ করবেন সে বিজনেসের নাম লিখে দিবেন Company1, 2, 3 যেটা ফাকা পাবেন সেখানে।
⚡ কোনো কারনে যদি জিমেইল নষ্ট বের হয় তবে সেটা কি সমস্যা তা পাশে Comments এর যায়গাই লিখে দিবেন। আর মেইলটা লাল রঙ করে দিবেন।
আশাকরি এর বাইরে আর কোনো সমস্যা নেই তারপরেও সমস্যা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করবেন।
ধন্যবাদ। 😊