Bonus Everyone for Independent Again Campaign July 2024 | 36July2024 | Pocket Money

আরো একবার দেশকে স্বাধীন করার জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশাকরি আমাদের নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও ফ্রিল্যানিং সেক্টর উন্নয়নে পরবর্তী সরকার ভূমিকা পালন করবেন। সেই সাথে সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ।

পয়েন্টেসের উপর ভিত্তিতে সকল মেম্বারসকে বোনাস এড করে পেমেন্ট দেওয়া হবে। দেখে নিন কে কেমন বোনাস পাচ্ছেনঃ

🔥Points💰Bonus
1000+300 BDT
800-999200 BDT
500-799100 BDT
250-49950 BDT
100-24930 BDT
30-9920 BDT
1-2910 BDT
১টি লাইভ রিভিও সমান ১ পয়েন্ট।

বিজয়ের উল্লাস আরো একবার সবার মনে উদযাপন হোক।

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Our Respectful Clients | Clients List & Data July24 Season | Pocket Money

আমাদের কাজগুলো আমরা বিভিন্ন বায়ারের থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌছায়। একইভাবে আপনাদের করা কাজগুলো তাদের কাছে জমা দিয়ে, তাদের থেকে পেমেন্ট নিয়ে একটা কমিশন রেখে আপনাদের কাছে সেই অর্থ পেমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। আমাদের বেশিভাগ বায়ার গুলো মাসিক পেমেন্ট করে অর্থাৎ মাসে যেকোনো একটা তারিখের মদ্ধ্যে পেমেন্ট করে। অন্যদিকে কিছু বায়ার সাপ্তাহিক পেমেন্ট করে তাদের রিপোর্ট গুলো জমিয়ে সেগুলো আবার আমরা মাসিক পেমেন্ট করি। এখন পর্যন্ত আমরা সিজন অনুযায়ী পেমেন্ট করি। প্রতি সিজনের একটা অভন্ত্যরিন তারিখ থাকে সেটার উপর ডিপেন্ট করে প্রতি মাসের ৫-৭তারিখের মধ্যে পেমেন্ট করা হয়।

🧩 Season July 2024: এই সিজনের মেইলের ফাইল শুরু হয়েছে ১ জুলাই ২০২৪ এবং শেষ হয়েছে ৩১ জুলাই ২০২৪। রিভিও লাইভ/শো রিপোর্ট করা হয়েছে ১৭ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ মধ্যবর্তী সময়ে।

🧩 Respectful Payment-able Clients:

  1. James (J)
  2. Shehzad (All Work)
  3. Joey
  4. Owen
  5. Kafir (K)
  6. David (D)
  7. Zet (Z)
  8. Alpheretta
  9. Meir
  10. Indian
  11. Max Group
  12. Moses
  13. Alkobi
  14. Choose Life (C)
  15. Michel (M)
  16. Bar (B)
  17. Moti
  18. NFT Bad
  19. Adir

🧩 Report July 2024 (Data):

⬇️ Download All Data ( Separated, No: 10 to 19 buyers are others buyer)

⬇️Download Appended Data

🧩 Sheets Missing: আমাদের সকল রিপোর্ট বায়ারের উপর ভিত্তিতে করা হয়। তাই কোন শীটে কাজ করা হয়েছে সেটা খুজে পাবেন না। যেমনঃ Unlimited Zone, Touch ইত্যাদি শীট গুলো কোনো বায়ারের অধীনে চলে না তাই এগুলোতে অনেক বায়ারের কাজ থাকে। আর রিপোর্টের সময় সকল বায়ারের অধীনে রিপোর্ট করা হয়। এই শীটের কাজ গুলো আপনারা বায়ারের ফাইল গুলোই পেয়ে যাবেন।

🧩Rate: গত মাসের মতই রেট থাকছে।

🧩Payment: প্রতিবারের মতই এবারো বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকে পেমেন্ট করা হবে। এছাড়া রেগুলার সেন্ড হিসেবে ইসলামি ব্যাংকে পেমেন্ট করা হবে।

🧩Payment Request: প্রতিবারের মতই পেমেন্ট রিকোয়েষ্টের মাধ্যমে পেমেন্ট করা হবে। পেমেন্ট রিকোয়েষ্ট না করে থাকলে এখনি করুনঃ Payment Request Form July 2024 Season | Pocket Money Server

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ ধন্যবাদ।

Reuse Gmail Guidelines | Pocket Money

🔉LISTEN AUDIO (অডিও শুনলে পোষ্ট পড়তে হবে না।)

কাজের সুবিধার্থে আপনাদের যে সকল জিমেইল দেওয়া হয়েছে, সেগুলো আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন। কোন মেইল কখন ব্যবহার করতে পারবেন তা আপনাদের এডমিন প্যানেল বলে দিবে। কিন্তু কিভাবে ব্যবহার করলে ভালো হবে তার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি।

রেগুলার মেইলঃ আপনাদের অনেক ধরণের জিমেইল দেওয়া হয়ে থাকে। এর মধ্যে সিজন অনুযায়ী যে সকল জিমেইল আপনাদের কাছে দেওয়া হয় সেগুলো হচ্ছে রেগুলা। অর্থাৎ আপনি যদি আগষ্ট মাসের সিজনে কাজ করে থাকেন তবে আগষ্টের মেইল গুলো হবে রেগুলা। আর বাকি সব ইররেগুলার। যদি পরের সিজনের কাজ শুরু হয় তবে, আগষ্ট ইররেগুলার হয়ে যাবে আর সেপ্টেম্বরের ট্যাব/ফাইল রেগুলার হিসেবে থাকবে।

⚡জিমেইল স্লিপিংঃ আমরা জানি একটা জিমেইল দিয়ে কাজ করে সেটি পুনরায় ব্যবহার করতে কিছুদিন অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাকৃত সময়টা জিমেইলের জন্য স্লিপিং পিরিয়ড।

ব্যবহার করার উপদেশঃ আপনারা এমন ভাবে জিমেইলের ফাইল/ট্যাব গুলো ব্যবহার করবেন যেন সেগুলো ধারাবাহিক হয়। অর্থাৎ আজ থেকে ১৫দিন একটা ফাইল ব্যবহার করলে জিমেইলের স্লিপিং পিরিয়ড শেষে কিন্তু আবার ধারাবাহিকভাবে ব্যবহারের সুযোগ পাবেন। আপনাকে আর নোটস করতে হবে না কোন মেইল কখন ব্যবহার করছেন। যেমনঃ 12irregular সব মেইল টানা কয়েকদিন ব্যবহার করে IPv1 এর পর IPv2 ইত্যাদি ব্যবহার করে যাবেন। জিমেইলের স্লিপিং পিরিয়ড শেষে পুনরায় ফাইল গুলো আবার কাজের জন্য প্রস্তুত হবে। আবার ধারাবাহিক কাজের সুযোগ পাবেন।

নির্দেশ মেনে চলাঃ যখন কোনো জিমেইল পুনরায় ব্যবহারের নির্দেশ দেওয়া হবে সেই সাথে আপনাকে বলা হবে জিমেইলের কিছু পরিবর্তন করতে হবে কিনা। যদি পরিবর্তন করতে হয় তবে সেটি করে নিবেন। আর যদি পরিবর্তন না করতে বলা হয় তবে পরিবর্তন করার প্রয়োজন নেই। কেবল আইডি নেম যদি এলোমেলো থাকে তবে সেটি অবশ্যই ঠিক করে নিতে হবে। সাথে জিমেইলের নামের সাথে শিটের নামের মিল রাখতে হবে। জিমেইলের নাম পরিবর্তন করার প্রয়োজন হলে শিটে জিমেইলের নাম আপডেট করে দিবেন।

কম্পানির নাম খেয়াল রাখাঃ আমরা জানি একই কম্পানিতে এক মেইল দিয়ে দুটি পোষ্ট করলে সেটা লাইভ হবে না। তাই জিমেইল দিয়ে কোন কোন বিজনেসে রিভিও করা হয়েছে সেটির উপর নজর রেখে কাজ করতে হবে। যদি কোনো মেইল দিয়ে ১৫ কিংবা তার অধিক কাজ করা হয় তবুও কোনো সমস্যা নেই। কিন্তু একই কম্পানিতে যেন দুইবার পোষ্ট না হয় খেয়াল রেখে কাজ করতে হবে। অন্যদিকে আপনি যে জিমেইলে, যে কম্পানিতে কাজ করবেন সেটিও লিখে দিবেন। জিমেইলের পাশে কম্পানির নাম লেখা বাধ্যতামূলক এবং অনেক জরুরী।

জিমেইল নষ্ট বের হলেঃ যেহেতু জিমেইল প্রতি মাসেই কিছু কিছু করে নষ্ট বের হয় তাই জিমেইল নষ্ট বের হবে এটাই স্বাভাবিক। জিমেইল নষ্ট হলে সেটি রেড কালার করে দিবেন। পাশে কি সমস্যা সেটি লিখবেন।

আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের সর্বচ্চটা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ।

Employee Rating 3 August 2024 | Pocket Money Panel

Employee Rating (August 2024)

Abdullah
0
Abrar
0
Asma
0
Chowdhury
0
Fardin
0
Farjana
0
Forhad
0
Habibul
0
Jhony
0
Jihan
0
Mamun
0
Masud
0
Montasir
0
Muktamala
0
Munna
0
Opiislam
0
Ornob
0
Raisha
0
Rajib
0
Roje
0
Sabbir
0
Sajjad
0
Shafiqul
0
Shopno
0
Shuvon
0
Manzia
0
Nisati
0
Sikander
0
Shipon
0
Tamanna
0
Tanha
0
Tanvir
0
Tuhin
0
Tuli
0
Yanur
0

Q/A:

কিসের ভিত্তিতে রেটিং দেওয়া হয়েছে?

গত কয়েক মাসের কাজের ধরণ, এক্টিভিটি আগ্রহ, ব্যবহার ইত্যাদির ভিত্তি করে রেটিং দেওয়া হয়েছে।

রেটিং বাড়ানো যাবে কিভাবে?

কাজে মনোযোগি হতে হবে। নিজের কাজ ভালোভাবে করতে হবে। অন্যদের সাথে মিলেমিশে সমস্যা সমাধান করে কাজ করে যেতে হবে।

রেটিনং দিয়ে কি হবে?

যার রেটিং যত ভালো হবে তাকে তত গুরুত্ব দিয়ে কাজ দেওয়া হবে।

কতদিন পর পর রেটিং দেখানো হয়?

নির্দিষ্ট  কোনো সময় সীমানেই।

প্রিয় পকেট মানির সদস্যবৃন্দ,

আপনাদের সবাইকে পকেট মানি ফ্রিল্যান্সিং পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত গর্বিত যে, ২০১৬ সাল থেকে আমরা একটি সুদীর্ঘ পথ অতিক্রম করেছি এবং আমাদের এই যাত্রায় আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের এই কম্পানি, যার পূর্ব নাম ছিল ABSA, বর্তমানে Sumon’s Team দ্বারা পরিচালিত হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইট miasumon.com/pm এর মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি সদস্যের জন্য একটি সুবিধাজনক এবং সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেদের দক্ষতা এবং মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। আমরা আমাদের সদস্যদের কাজের জন্য সবসময় সময়মত প্রয়োজনীয় টুলস প্রদান করে থাকি এবং তাদের কাজের নির্ভুল রিপোর্ট প্রদান করে নিশ্চিত করি যে তারা তাদের প্রাপ্য পেমেন্ট পেয়ে থাকে। প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে পেমেন্ট প্রদান করা হয় যা আমাদের সিস্টেমের একটি নির্ভরযোগ্যতা প্রকাশ করে।

আমরা অত্যন্ত আনন্দিত যে, এখন পর্যন্ত কয়েক হাজার সদস্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করেছেন এবং তাদের মধ্যে ৬০ জন এখনও একটিভ মেম্বার হিসেবে কাজ করছেন। তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা সর্বদা সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যাতে তারা তাদের কাজের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা লাভ করতে পারেন।

আমাদের এই দীর্ঘ যাত্রার সময় আপনাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং মজবুত বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই যাত্রা আরও সুদূরপ্রসারী হবে এবং আমরা একসাথে আরও অনেক সাফল্যের শিখরে পৌঁছাতে পারব।

ধন্যবাদ, পকেট মানি টিম

Payment Request Form July 2024 Season | Pocket Money Server

অভিনন্দন!

এতদিন আমাদের সাথে কাজ করে এবার মূল্য নেওয়ার সময়। আপনার অল্প কিছু তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আমাদের July 2024 Season ছিলো ১৮ জুন ২০২৪ থেকে ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত। এই সময়ে যারা কাজ করেছেন তারা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করেন। ফর্ম ফিলাপ হলে আগামি ১০ তারিখের মধ্যে আপনার ইমেইলে আপনার রিপোর্ট দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার পেমেন্ট দেওয়া হবে।

⚠️ যদি কোনো কারনে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করতে ব্যর্থ হোন তবে আপনার পেমেন্টের রিপোর্ট পাবেন না। ফর্ম ফিলাপের শেষ তারিখ ৬ আগস্ট ২০২৪ ইং।

🚀 আমাদের পেমেন্ট ম্যাথডঃ বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক সচল রয়েছে। এছাড়া রিকোয়েস্টের ভিত্তিতে ইসলামি ব্যাংক ও উপায়ে পেমেন্ট করা হতে পারে।

Entry Payment Request Form July 2024 ( Google Form, Pocket Money Server, Sumon’s Team)

⚡Username: আপনাকে যে নামে কাজ দেওয়া হচ্ছে সে নামটি এখানে দিবেন।

⚡Full Name: আপনার পুরো নামটি দিবেন। যেটা সার্টিফিকেট বা আইডি কার্ডে আছে।

⚡Email: এখানে আমাদের সাথে কাজ করতে আপনার যে জিমেইল দিয়ে থাকেন সেটি দিবেন। এখানে পরের নতুন কাজের এক্সেস দেওয়া হবে। এছাড়া আমাদের রিপোর্ট আপনার পেমেন্ট রিপোর্ট এখানে দেওয়া হবে।

⚡Contact Number: এখানে আপনার সাথে সহজে যোগাযোগ করার নাম্বার দিবেন। অনেক প্রয়োজনে কল করা লাগে।

⚡Date of Birth: এখানে আপনার জন্ম তারিখ দিবেন।

⚡Profile Photo: এখানে আপনার ফটো দিবেন। অনেক ক্ষেত্রে আপনাদের ফটো ব্যবহার করা হয়ে থাকে। তাই এখানে যে ফটো যুক্ত করবেন। সেটি আমরা ব্যবহার করতে পারবো তার পার্মিশন দিচ্ছেন।

⚡Joining Date: কবে থেকে কাজ শুরু করেছেন। সেটির আইডিয়ার জন্য এখানে মাস, সাল পারলে তারিখ ও উল্ল্যেখ করে দিবেন।

⚡Working Feedback: কাজ করে কেমন লাগলো সেটা জানাবেন। উন্মুক্ত মঞ্চ চাইলে প্রসংশা কিংবা নিন্দা করতে পারেন।

⚡Faced Problem: কি ধরণের সমস্যায় পড়তে হয়েছে জানাবেন। যাতে আমরা সেটির উন্নতি করে ভালো সার্ভিস দিতে পারি।

Go to Form Submit Page

Again Use Every Gmails | Pocket Money

🔉LISTEN AUDIO (অডিও শুনলে পোষ্ট পড়তে হবে না।)

আপনাদের দেওয়া সকল মেইল আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে জিমেইল গুলো দিয়ে আপনারা একবার কাজ করেছেন সেগুলো দিয়ে আবার কাজ করতে পারবেন। সেটার জন্য আপনাদের কি কি করতে হবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছি।

গত মে ২০২৪ সিজনে আপনাদের যে মেইল শিট দেওয়া হয়েছিলো এখন পর্যন্ত সে মেইল শীটের অধিনে আপনাদের মেইল দেওয়া হচ্ছে। এই একই শিটে আপনাদের ইররেগুলার মেইল ও দেওয়া হয়েছে। উক্ত শীটের সকল ভালো মেইলের পাসওয়ার্ড আপনার আর আমাদের এডমিন প্যানেল ছাড়া কারো কাছে নেই। তাই আপনি চাইলেই সেই মেইল গুলো আবার যেকোনো সময় কোনো বাধা ছাড়ায় লগিন করে এক্সেস নিতে পারবেন।

যদি কোনো মেইলের পাসওয়ার্ড পরিবর্তন হয় সেটার জন্য দায়ীও আপনি হবেন। তাই কোনো মেইল চুরি করার চেষ্টা করবেন না। আমাদের মেইল আমাদের অনুমতি ব্যতিত অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

দেড় থেকে দুইমাস আগে যে সকল মেইল দিয়ে কাজ করেছেন সেগুলো দিয়ে আবার কাজ করতে পারবেন। কবে কাজ করেছেন বুঝার জন্য দুই ধরনের সিস্টেম আছে। মোবাইল দিয়ে চেক করা কিছুটা কষ্টকর হলেও কম্পিটার দিয়ে চেক করা যায় এডিট হিস্টরি থেকে। রেগুলার মেইল গুলো কবে কাজ করেছেন তার আইডিয়ার জন্য মেইল সেলারের নামের সাথে একটা ডেট দেওয়া আছে সেটা থেকে বুঝা যাবে কতদিন আগে সেটা সেটাপ করেছেন। এছাড়া জিমেইলে লগিন করলে দেখতে পারবেন। জিমেইলে লগিন করে ইনবক্স চেক করলে দেখবেন জিমেইলে লগিন করার পর একটা মেইল আসবে।। সর্বশেষ যখন লগিন করা হয়েছে তার ডেট এবং তারিখ পাবেন। মানে লগিন করে এক মেইলের আগের মেইল চেক করলেই বুঝতে পারবেন। তার থেকে ভালো বুদ্ধি হলো আইডিয়া রাখা। মেইল ইউজ করে আইডিয়া করে নিবেন। যে এটা দিয়ে আবার কবে কাজ করতে পারবেন।

যে সময় পোষ্টটা করা হচ্ছে, এখন আপনারা মে ২০২৪ এর কাজ করা সকল মেইল দিয়ে আবার কাজ করতে পারবেন। আপনাদের শীটে রেগুলার নামের ট্যাবে দেখেন মে মাসের অনেক মেইল আছে সেগুলোর ব্যবহার দেড় থেকে দুইমাসের বেশি হলে সেগুলো দিয়ে পূনরায় কাজ করেন।

রেগুলার ছাড়াও আপনাদের ইররেগুলার, পাস্ট সেটাপ, আইপিভি১,২,৩ ইত্যাদি মেইল গুলোও পুনরায় ইউজ করতে পারবেন সেগুলোর ব্যবহার দেড় থেকে দুইমাসের বেশি হলে।

মেইল ইউজ করে অবশ্যই পাশে নতুন কম্পানির নাম উল্লেখ করে দিবেন। কারন পরেরবার কাজ করার সময় যদি ওই কম্পানিতে আবার রিভিও পরে তবে কিন্তু সেটা শো হবে না।

আশাকরি এখন মেইলের সংকট কাটাতে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম।

NickName Sign | Pocket Money

আমাদের Pocket Money (Analysis)  গ্রুরুপে মেম্বারদের নামের পাশে একটা সাইন/চিহ্ন/ব্যাজ দেখা যায়। সাথে কড়া নির্দেশ রয়েছে। সেই সাইন যেন পরিবর্তন না করা হয়। জেনে নেওয়া যাক এই পুরো ব্যাপারটা।

নিকনেমে প্রতিটি সদস্যের Username (যে নামে কাজ দেওয়া হয়) দেওয়া থাকে। অন্যদিকে পাশে চিহ্নে মেম্বার সম্পর্কে ধারণা দেওয়া থাকে। এখন পর্যন্ত যেসব সাইন ব্যবহার করা হয় এবং কেন দেওয়া হয় তা নিম্নে আলোচনা করা হলোঃ

1. New Member (🆕) – যখন নতুন কোনো মেম্বার গুরুপে যুক্ত করা হয় তার নামের পাশে উক্ত সাইন থাকে। এটা দিয়ে সদ্য কাজ শুরু করা এবং অনভিজ্ঞ মেম্বারকে বুঝানো হয়ে থাকে।

2. Green Verified (✅) – কিছুদিন অনেক ভালো কাজ করলে উক্ত সাইন দেওয়া হয়। নিউ মেম্বারের পরের ধাপে এই সাইন দেওয়া হয়। মানে কাজ করে কিছুটা অভিজ্ঞ হলে এই ব্যাজ দেওয়া হয়।

3. Experienced Verified (☑️) – অনেকদিন আমাদের সাথে যুক্ত থেকে ভালোভাবে কাজ করলে উক্ত সাইন দেওয়া হয়। এই ব্যাজের মেম্বারগন পুরাতন হওয়ায় ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। যার ফলে নতুনদের সহায়তা করতে পারে।

4. Add-ons (🚑) – ব্যাকাপ আইডি যুক্ত হলে উক্ত সাইন দেওয়া হয়। একের বেশি আইডি ব্যবহার অনেকে করে থাকে। তাদের অন্য আইডিটাকে ব্যাকাপ আইডি হিসেবে ধরা হয়।

5. Admin (👻) – গুরুপ নিয়ন্ত্রণের সাথে যুক্ত মেম্বারদের উক্ত সাইন থাকে।

6. Freeze (🆒) – কোনো কারনে ঠিকমত কাজ করতে পারছে না। কখনো একটিভ কখনো ইনেকটিকভ মেম্বারদের উক্ত সাইন দেওয়া হয়।

7. Error (⚠️) – ঠিকমত কাজ করতে পারছে না। নিজের সমস্যা অথবা এডমিন প্যানেল থেকে কাজ বন্ধ করে রাখা মেম্বারদের এই সাইন থাকে।

এখন পর্যন্ত এই ব্যাজ/আইকন/সাইন গুলো একটিভ রয়েছে। এটি সর্বশেষ ১৫ জুলাই ২০২৪ Version: 3.1 সংস্করণ করা হয়েছে।